দুর্ঘটনায় ভারতীয় বায়ুসেনার মিগ যুদ্ধ বিমান। শুক্রবার সন্ধ্যায় রাজস্থানের জয়সলমিরের কাছে একটি জায়গায় ভেঙে পড়ে বায়ুসেনার মিগ- ২১ বিমানটি। এ কথা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, এক পুলিশ আধিকারিক। পাইলটের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
জয়সলমিরের পুলিশ সুপার অজয় সিংহ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, জয়সলমিরের ‘ডেজার্ট ন্যাশনাল পার্ক’ এলাকার অন্তর্গত একটি জায়গায় ঘটনাটি ঘটেছে। যা সাম থানার অন্তর্গত। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। পুলিশ সুপার নিজেও সেখানে যাচ্ছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে টুইট করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনায় উইং কমান্ডার হর্ষিত সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।
With deep sorrow, IAF conveys the sad demise of Wing Commander Harshit Sinha in the flying accident this evening and stands firmly with the family of the braveheart.
— Indian Air Force (@IAF_MCC) December 24, 2021
ওয়াকিবহাল মহল জানাচ্ছে, এ বছর একাধিক মিগ ২১ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। প্রসঙ্গত, ক’দিন আগেই তামিলনাড়ুতে হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয় সস্ত্রীক সিডিএস জেনারেল বিপিন রাওয়ত-সহ ১৪ জনের।