Advertisement
০৩ নভেম্বর ২০২৪

হঠাৎ অবসরের নির্দেশ বাঙালি আমলাকে

পরামর্শদাতা হিসেবে পুলিশ (২) বিভাগে আধাসেনা সংক্রান্ত বিষয় দেখার দায়িত্বে ছিলেন তিনি। লোকসভা নির্বাচনে মালদহ দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে লড়েছিলেন ওই আমলার স্ত্রী।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৫৫
Share: Save:

মেয়াদ বাড়ানো হয়েছিল গত ১৯ সেপ্টেম্বর। কিন্তু গত কাল আচমকাই অবসরের নির্দেশ ধরানো হল স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শদাতা হিসাবে কর্মরত আমলা আর কে মিত্রকে। ২০১৮-য় যুগ্মসচিবের পদ থেকে অবসর নেওয়ার পরে তাঁকে পরামর্শদাতা হিসেবে পুনর্নিয়োগ করেছিল মন্ত্রক। তা সত্ত্বেও ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেন তাঁর মেয়াদ শেষ করার নির্দেশ দেওয়া হল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

পরামর্শদাতা হিসেবে পুলিশ (২) বিভাগে আধাসেনা সংক্রান্ত বিষয় দেখার দায়িত্বে ছিলেন তিনি। লোকসভা নির্বাচনে মালদহ দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে লড়েছিলেন ওই আমলার স্ত্রী। মিত্রের বিরুদ্ধে ভোটে আধাসেনা মোতায়েনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস।

অন্য বিষয়গুলি:

Bureaucrat MHA Ministry oh Home Affairs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE