Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Meghalaya & Nagaland Assembly elections 2023

নাগাল্যান্ডের বুথের বাইরে পাথরবৃষ্টি, মেঘালয়ে ৩৩ কোটি টাকার মাদক উদ্ধার করল নির্বাচন কমিশন

মূল ঘটনা

১৬:৩২ সর্বশেষ
শেষ ভোটগ্রহণ প্রক্রিয়া, ৩টে পর্যন্ত ভোটদানের হার প্রকাশ করল কমিশন
১০:২৪
সকাল ৯টা পর্যন্ত মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোটদানের হার যথাক্রমে ১২.০৬ শতাংশ এবং ১৭.৬০ শতাংশ
১০:০৩
‘কংগ্রেসকে সুযোগ দিন’, মেঘালয় এবং নাগাল্যান্ডের ভোটারদের কাছে আর্জি খড়্গের
০৯:৫৪
দলে দলে এসে ভোট দিন, মেঘালয়, নাগাল্যান্ডের নতুন ভোটারদের টুইটবার্তা প্রধানমন্ত্রী মোদীর
০৯:৪৮
নাগাল্যান্ডের ভোটকেন্দ্রে চলল গুলি, আহত এক এনপিপি সমর্থক
০০:৪৪
নাগাল্যান্ডে কি ফিরবে বিজেপি-এনডিপিপি জোট
০০:৪১
প্রথমবার মেঘালয়ের ভোটে তৃণমূল
০০:৪০
মহিলা ভোট নির্ণায়ক হতে পারে নাগাল্যান্ডে
০০:৩৪
মেঘালয়ের একটি আসনে ভোট হচ্ছে না সোমবার
০০:৩১
মেঘালয় এবং নাগাল্যান্ডের ৫৯টি আসনে ভোটগ্রহণ
ভোটগ্রহণ চলছে মেঘালয়ে।

ভোটগ্রহণ চলছে মেঘালয়ে। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩২
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩২ key status

শেষ ভোটগ্রহণ প্রক্রিয়া, ৩টে পর্যন্ত ভোটদানের হার প্রকাশ করল কমিশন

বিকেল চারটেয় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হল উত্তর-পূর্বের দুই রাজ্য মেঘালয় এবং নাগাল্যান্ডে। বিকেল ৩টে পর্যন্ত মেঘালয়ে ভোট পড়েছে ৬৩.৯১ শতাংশ। নাগাল্যান্ডে ভোট পড়েছে ৭২.৯৯ শতাংশ। সম্পূর্ণ পরিসংখ্যান আসতে সন্ধ্যা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

timer শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৮

মেঘালয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মুখ্যমন্ত্রী

মেঘালয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। 

Advertisement
timer শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৪ key status

সকাল ৯টা পর্যন্ত মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোটদানের হার যথাক্রমে ১২.০৬ শতাংশ এবং ১৭.৬০ শতাংশ

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা পর্যন্ত মেঘালয়ে ভোট পড়েছে ১২.০৬ শতাংশ। অন্যদিকে ওই একই সময় পর্যন্ত নাগাল্যান্ডে ভোটদানের হার ১৭.৬০ শতাংশ।

timer শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০৩ key status

‘কংগ্রেসকে সুযোগ দিন’, মেঘালয় এবং নাগাল্যান্ডের ভোটারদের কাছে আর্জি খড়্গের

সোমবার সকালে একটি টুইট করে নাগাল্যান্ড এবং মেঘালয়ের মানুষকে কংগ্রেসের উপর আস্থা রাখার জন্য আর্জি জানালেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তিনি জানান যে, দু’টি রাজ্যে ‘উন্নতি এবং জনকল্যাণে’র জন্য কংগ্রেস সরকারকে নির্বাচিত করা প্রয়োজন। ‘উজ্জ্বল’ ভবিষ্যতের জন্য নতুন ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি সংখ্যায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি। 

timer শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫৪ key status

দলে দলে এসে ভোট দিন, মেঘালয়, নাগাল্যান্ডের নতুন ভোটারদের টুইটবার্তা প্রধানমন্ত্রী মোদীর

দলে দলে ভোটকেন্দ্রে এসে, ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও মজবুত করার জন্য মেঘালয় এবং নাগাল্যান্ডের সকলকে, বিশেষ করে নতুন প্রজন্মকে টুইট করে বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

timer শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৮ key status

নাগাল্যান্ডের ভোটকেন্দ্রে চলল গুলি, আহত এক এনপিপি সমর্থক

ভোটগ্রহণ চলার সময় উত্তপ্ত হয়ে উঠল নাগাল্যান্ডের একটি ভোটকেন্দ্র। অভিযোগ, বুথের ভিতরেই এনপিপি সমর্থককে লক্ষ্য করে গুলি ছোড়েন এক এনপিএফ সমর্থক। ওই বুথে ভোটগ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত থাকলেও আবারও শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া।

Advertisement
timer শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪৪ key status

নাগাল্যান্ডে কি ফিরবে বিজেপি-এনডিপিপি জোট

নাগাল্যান্ডে নিফো রিওর দল ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (এনডিপিপি)-র সঙ্গে জোটে লড়াই করছে দেশের শাসকদল। এনডিপিপি ৪০টি আসনে, ২০টি আসনে বিজেপি লড়াই করছে। এই দু’দলের জোট সরকারই বর্তমানে ক্ষমতায় রয়েছে নাগাল্যান্ডে। আবারও তাঁরা ক্ষমতায় প্রত্যাবর্তনের বিষয়ে আত্মবিশ্বাসী। নাগা পিপলস পার্টি (এনপিপি) ২২টি আসনে লড়াই করছে। কংগ্রেস প্রার্থী দিয়েছে ২৩টি আসনে।

timer শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪১ key status

প্রথমবার মেঘালয়ের ভোটে তৃণমূল

মেঘালয়ে কনরাড সাংমার নেতৃত্বাধীন দল এনপিপি লড়াই করছে ৫৭টি আসনে। আর বিজেপি ৬০টি আসনে প্রার্থী দিয়েছে। ভিনসেন্ট পালার নেতৃত্বে কংগ্রেসও ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে। স্থানীয় ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিআই)আবার ৪৬টি আসনে প্রার্থী দিয়েছে। মুকুল সাংমার নেতৃত্বে এই প্রথম মেঘালয়ের বিধানসভা ভোটে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। তাঁরাও ৫৬টি আসনে প্রার্থী দিয়েছে। তাঁদের হয়ে প্রচার করতে দু’বার মেঘালয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে থেকে প্রার্থীদের হয়ে প্রচার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

timer শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪০ key status

মহিলা ভোট নির্ণায়ক হতে পারে নাগাল্যান্ডে

নাগাল্যান্ডে মোট বুথের সংখ্যা ২৩১৫টি। ভোটারের সংখ্যা প্রায় ১৩ লক্ষ। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ছয় লক্ষ ৫৫ হাজার ১৪৪। ভোট বিশেষজ্ঞদের মত, মহিলাদের ভোটই নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনে নির্ণায়ক হয়ে উঠতে চলেছে।

timer শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৩৪ key status

মেঘালয়ের একটি আসনে ভোট হচ্ছে না সোমবার

মেঘালয়ে বুথের সংখ্যা ৩৪১৯টি। তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৬৪০টি এবং অতি স্পর্শকাতর বুথের সংখ্যা ৩২৩টি। ৩৬৯ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন মহিলা। সোহিয়ং কেন্দ্রের এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট হচ্ছে না।

timer শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৩১ key status

মেঘালয় এবং নাগাল্যান্ডের ৫৯টি আসনে ভোটগ্রহণ

সোমবার ৬০ আসন বিশিষ্ট মেঘালয় এবং নাগাল্যান্ডের ৫৯টি আসনে ভোটগ্রহণ। এই দুই রাজ্য মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৫৫২ জন। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টায়। চলবে বিকেল ৪টে পর্যন্ত। ভোটগণনা হবে ২ মার্চ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy