Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Meghalaya Assembly Election 2023

মেঘালয় বিধানসভার স্পিকারই এ বার ধনীতম প্রার্থী, কত কোটি টাকার সম্পত্তির মালিক তিনি?

মৈরাং কেন্দ্রের বিদায়ী বিধায়ক মেতবা এ বার ওই আসন থেকেই ফের ভোটের লড়াইয়ে নেমেছেন। ২০১৮ সালে বিধানসভা ভোটের সময় হলফনামায় তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৭ কোটি ২৬ লক্ষ টাকা বলা হয়েছিল।

Meghalaya assembly speaker Metbah Lyngdoh is richest candidate

মেঘালয়ের বিধানসভা ভোটে ধনীতম প্রার্থী মেতবা লিংডো। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৪
Share: Save:

নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়ন পত্রের সঙ্গের হলফনামা জানাচ্ছে, তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মোট অঙ্ক ১২৭ কোটি। এ বারের মেঘালয়ে বিধানসভা ভোটে তিনিই ধনীতম প্রার্থী। তিনি ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি (ইউডিপি) নেতা তথা বিদায়ী বিধানসভার স্পিকার মেতবা লিংডো।

মৈরাং কেন্দ্রের বিদায়ী বিধায়ক মেতবা এ বার ওই আসন থেকেই ফের ভোটের লড়াইয়ে নেমেছেন। ২০১৮ সালে বিধানসভা ভোটের সময় হলফনামায় তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৭ কোটি ২৬ লক্ষ টাকা বলা হয়েছিল। মেঘালয়ের শাসকজোটের বড় শরিক ন্যাশনাল পিপলস পার্টির প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার মোট সম্পত্তির অঙ্ক মেতবার তুলনায় নেহাতই কম। তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মোট অঙ্ক ১৪ কোটি ৬ লক্ষ।

তবে ২০১৮ সালে কনরাড ভোটের হলফনামায় জানিয়েছিলেন, তিনি ৫ কোটি ৩৩ লক্ষ টাকার সম্পত্তির মালিক। সেই হিসাবে ৫ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে ১৬৪ শতাংশ! শতাংশের হিসাবে অবশ্য গত ৫ বছরে সবচেয়ে বেশি বেড়েছে মেঘালয়ের সনিয়াওভলং ধরের সম্পত্তি। প্রায় ৬০৭ শতাংশ। ২০১৮ সালের ৬ কোটি থেকে বেড়ে ২০২৩-এ ৪৫ কোটি।

অন্য বিষয়গুলি:

Meghalaya Assembly Election 2023 meghalaya richest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy