অবৈধবাসী ভারতীয়দের আমেরিকা থেকে ফেরত পাঠানোর সময় কি পাগড়ি খুলতে বাধ্য করেছিল মার্কিন প্রশাসন? সেই বিতর্ক নিয়ে সংসদে প্রশ্ন করেন আপ আদমি পার্টির রাজ্যসভার সাংসদ হরভজন সিংহ। বৃহস্পতিবার ওই প্রশ্নের জবাবও দিয়েছে কেন্দ্র। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানান, এমন কিছুই হয়নি। অবৈধবাসীদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো নিয়েও সংসদে অবস্থান জানাল কেন্দ্র।
গত মাসে আমেরিকা থেকে ফেরত পাঠানো অবৈধবাসীদের মধ্যে যতিন্দর সিংহ নামে এক জন দাবি করেন, তাঁকে পাগড়ি খুলতে বাধ্য করেছিল মার্কিন সেনা। তা নিয়ে বিতর্কও কম হয়নি। হরভজন জানতে চান, পঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষদের পাগড়ি ছাড়া দেশে ফেরত পাঠানোর বিষয়ে কেন্দ্র অবগত কি না। কেন্দ্র বিষয়টি জানলে এ বিষয়ে তারা মার্কিন প্রশাসনকে জানিয়েছে কি না, তা-ও জানতে চান আপ সাংসদ। জবাবে বিদেশ প্রতিমন্ত্রী জানান, ধর্মাচারণ এবং খাদ্যাভ্যাস সংক্রান্ত বিষয়ে এই উদ্বেগের কথা আমেরিকার সরকারকে জানানো হয়েছে। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছেন, ৫, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি যে ভারতীয় অবৈধবাসীদের ফেরত পাঠানো হয়েছে, তাঁদের কারও সঙ্গে এমন কোনও আচরণ করা হয়নি। তাঁদের পাগড়িও খুলতে বলা হয়নি। নিরামিষ খাবার ছাড়া অন্য কোনও ধরনের অনুরোধও তাঁদের কাছে করা হয়নি।
আরও পড়ুন:
গত মাসে আমেরিকা থেকে তিন দফায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। তার মধ্যে ৫ ফেব্রুয়ারি অবৈধবাসীদের হাত বেঁধে নিয়ে আসা হয়েছিল। সংসদে কেন্দ্রের দাবি, সেই বিষয়টি নিয়ে আপত্তির কথা কড়া ভাবে জানানো হয়েছিল আমেরিকাকে। তার পরে আমেরিকা জানিয়েছে, পরের দুই দফায় কোনও অবৈধবাসী মহিলা এবং শিশুকে হাত বেঁধে পাঠানো হয়নি। এই বিষয়টি অবৈধবাসীরা দেশে ফেরার পরে আলাদা ভাবে যাচাই করে দেখেছে ভারতীয় সংস্থাও।