দাউ দাউ করে আগুন জ্বলে উঠল মধ্যপ্রদেশের ইনদওরের বিজয়নগর এলাকার একটি হোটেলে। গোল্ডেন হোটেল নামের পাঁচতলা ওই হোটেলে আগুন লাগার পরই পৌঁছে যায় দমকল বাহিনী। তাঁরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আগুন লাগার সময় হোটেলের ভিতর বেশ কিছুজন আটকে পড়েছিলেন। তাঁদেরও উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়।
আগুন লাগার জেরে ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। তার মধ্যেই আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। কিন্তু কী ভাবে এত বড় আগুন লাগল ওই হোটেলে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। হোটেলে আটকদের নিরাপদে বাইরে বের করে আনায় কোনও আহতের কোনও খবর নেই।
তবে আগুনের জেরে হোটেলের বিভিন্ন অংশের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু সেই ক্ষতির পরিমাণ ঠিক কতটা, তা এখনও জানা যায়নি। আগুন নেভানোর কাজ এখনও চলছে বলে জানিয়েছে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা।
Huge fire at Hotel Golden Gate Indore. Thank God everyone trapped in it survived. In spite of regular Fire incidences we just dont take #FireSafety seriously. pic.twitter.com/M87mGXJwfg
— Sanjiv Shrivastava #ProudIndian (@Sanjivstar) October 21, 2019
আরও পড়ুন: মোদী সরকারের সমালোচনা করার জন্যই কি কটাক্ষ শুনতে হচ্ছে অভিজিতকে?
আরও পড়ুন: ‘আমিষাশী’ হয়ে যাচ্ছে গরু, ‘শুদ্ধিকরণ’-এ নামল গোয়া সরকার