দিল্লির একটি রঙের কারখানায় ভয়াবহ আগুন। ছবি: সংগৃহীত।
একটি রঙের কারখানায় আগুন লেগে মৃত্যু হল ১১ জন শ্রমিকের। ঘটনাটি দিল্লির আলিপুরের দয়ালপুর মার্কেটে বৃহস্পতিবারের ঘটনা। দমকলের ২২টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। মৃতদেহগুলি শণাক্তকরণ প্রক্রিয়া শুরু করা হয়েছে। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে দয়ালপুর মার্কেটের একটি রঙের কারখানায় আচমকা আগুন লেগে যায়। বিকেল সাড়ে ৫টা নাগাদ দমকলের কাছে খবর যায়। এর কিছু পরেই দমকলের ২২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এলাকাটি ঘনবসতি পূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ জানিয়েছে, কারখানাটিতে রঙের কাঁচামাল তৈরি হত। কারখানায় দাহ্য পদার্থ মজুত ছিল। বৃহস্পতিবার বিকেলে একটি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি রাত পর্যন্ত। তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর, যে ১১ জন মারা গিয়েছেন তারা সকলেই ওই কারখানার কর্মী ছিলেন। আগুনে ঝলসে যাওয়া দেহগুলিকে শণাক্ত করার প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়েছে।
দিল্লির ঘনবসতি পূর্ণ এলাকায় বার বার আগুন লাগার ঘটনা ঘটছে। এর আগে গত ২৬ জানুয়ারি শাহাদরা এলাকায় একটি রাবার কারখানায় আগুন লাগার ঘটনায় এক শিশু-সহ চার জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন দু’জন। এর কয়েক দিন আগে পীতমপুর এলাকায় একটি বসতবাড়িতে আগুন লেগে মৃত্যু হয় অন্তত পাঁচ জনের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy