Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Nitish Kumar

নীতীশের ইস্তফার দাবিতে বিজেপির আন্দোলনে অশান্তি পটনার রাজপথে, ধুন্ধুমার বিধানসভাতেও

বিহারের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন চালাচ্ছে সে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তাদের স্লোগান, ‘রদ্দি সিএম গদ্দি ছোড়ো’

Marshals evict unruly BJP MLAs from Bihar Assembly, water cannons used against protesting BJP workers in Patna

বিহার বিধানসভায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি বিধায়কের। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৩ ১৫:০৫
Share: Save:

বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকের আগেই পাল্টা চাপের কৌশল বিজেপির। বিহারের ‘মহাগঠবন্ধন’ সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ইস্তফার দাবিতে বৃহস্পতিবার পটনার রাজপথ কার্যত অচল করে দেওয়া হল।

বিজেপি বিধায়কদের বিক্ষোভের জেরে অশান্তি ছড়ায় বিহার বিধানসভাতেও। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার অওয়ধ বিহারী চৌধুরি মার্শাল ডেকে বিক্ষোভকারী বিধায়কদের সভার বাইরে বার করানোর ব্যবস্থা করেন। কক্ষের বাইরে পুলিশের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি হয়। অন্য দিকে, পটনায় বিক্ষোভকারী বিজেপি কর্মীদের ঠেকাতে পুলিশ লাঠি এবং জলকামান ব্যবহার করে।

বিহারের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কয়েক মাস ধরেই আন্দোলন চালাচ্ছে সে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। পাশাপাশি, রেলে ‘জমির বিনিময়ে চাকরি’ মামলায় অভিযুক্ত উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবেরও ইস্তফার দাবি তুলেছে পদ্ম-শিবির। ‘রদ্দি সিএম গদ্দি ছোড়ো’ (অপদার্থ মুখ্যমন্ত্রী ইস্তফা দিন) স্লোগান তুলে আন্দোলনেও নেমেছেন বিজেপির নেতা-কর্মীরা।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, আগামী বছরের লোকসভা ভোটকে ‘পাখির চোখ’ করে বিহারে আরজেডি-জেডিইউ-কংগ্রেস-বামেদের জোট সরকারের উপর চাপ বাড়াতে চাইছে বিজেপি। ঘটনাচক্রে, নীতীশই জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গড়তে প্রথম সক্রিয়তা শুরু করেছিলেন। গত ২৩ জুন তাঁরই পটনার বাসভবনে কংগ্রেস, তৃণমূল, আপ-সহ ১৫টি বিজেপি বিরোধী দলের বৈঠক হয়েছিল।

অন্য বিষয়গুলি:

Nitish Kumar Tejaswi yadav BJP Anti BJP Alliance Opposition Unity Mahagathbandhan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy