Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Margaret Alva

Margaret Alva: সব শুনছে বিগ ব্রাদার: আলভা

উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য সমর্থন চেয়ে বিভিন্ন দলের নেতানেত্রীদের ফোন করছেন মার্গারেট আলভা।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ০৮:১১
Share: Save:

বিজেপি নেতাদের সমর্থন চেয়ে ফোন করার পরেই তাঁর মোবাইল বন্ধ হয়ে গিয়েছে বলে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা অভিযোগ তুলেছেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী এ বার ফোনে আড়ি পাতা হচ্ছে বলে ইঙ্গিত করলেন। তাঁর অভিযোগ, ‘বিগ ব্রাদার’ সবসময়ে নজর রাখছে এবং রাজনৈতিক নেতাদের মধ্যে সমস্ত কথাবার্তা শুনছে, এই আতঙ্ক সব দলের মধ্যেই ছড়িয়ে পড়েছে।

উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য সমর্থন চেয়ে বিভিন্ন দলের নেতানেত্রীদের ফোন করছেন মার্গারেট আলভা। শুরু করেছিলেন অসম ও কর্নাটকে দুই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীকে ফোন করে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকেও ফোন করেছিলেন তিনি। কেজরীওয়াল-সহ বিরোধী দলের নেতানেত্রীদের সঙ্গে দেখাও করছেন আলভা।আজ মার্গারেট আলভা বলেছেন, নতুন ভারতে ‘বিগ ব্রাদার’-এর নজরদারির আতঙ্ক সব দলের নেতাদের মধ্যেই ঢুকে গিয়েছে। সাংসদ, রাজনৈতিক দলের নেতারা একাধিক মোবাইল ফোন সঙ্গে রাখেন। ঘনঘন নম্বর বদল করেন। দেখা হলেও ফিসফিস করে কথা বলেন। আলভার বক্তব্য, ‘‘এই ভয় গণতন্ত্রকে শেষ করে ফেলবে।’’

সোমবারই আলভা অভিযোগ তুলেছিলেন, বিজেপির কিছু নেতার সঙ্গে কথা বলার পরেই তাঁর মোবাইলে আসা সমস্ত ফোন অন্য কোথাও চলে যাচ্ছে। তিনি কাউকে ফোন করতে পারছেন না। কারও ফোন ধরতেও পারছেন না। আলভা রসিকতা বলেছিলেন, ‘‘আমার ফোনটা ঠিক করে দিলে আজ রাতে আমি আর কোনও বিজেপি, তৃণমূল বা বিজু জনতা দলের সাংসদকে ফোন করব না।’’

আজ টেলিযোগাযোগ মন্ত্রক সূত্র জানিয়েছে, আলভার অভিযোগের ভিত্তিতে প্রয়োজীয় পদক্ষেপ করা হয়েছে। বিএসএনএল এফআইআর দায়ের করেছে। আলভা এ জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন,তাঁর ফোনের পরিষেবা চালু হয়েছে। তবে আলভার ফোনে আড়ি পাতার অভিযোগউড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। তাঁর বক্তব্য, ‘‘কেউ কেন ওঁর ফোনে আড়ি পাতবে? উনি যাঁকে খুশি ফোন করুন। উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল নিয়ে আমরা নিশ্চিত। আমরা কেন এ সব করব? এ সব শিশুসুলভ অভিযোগ। ওঁর মতো প্রবীণ রাজনীতিকের এ সব অভিযোগ করা মানায় না।’’

অন্য বিষয়গুলি:

Margaret Alva vice president election 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy