গ্রাফিক: শৌভিক দেবনাথ
মহাজোটকে কটাক্ষ করে নতুন নাম দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এ দিন বিহার ভোটের ফল আসতে শুরু করার পরেই তিনি একটি ট্যুইট করেন। সেখানে তিনি মহাজোটের আদ্যক্ষর এমজিবি-র নতুন অর্থ করে লিখলেন, ‘মর গয়া ভাই’। তার আগে অবশ্য ভূমিকা লিখেছেন তিনি। তাঁর ট্যুইট, ‘তেজস্বী রাহুল গান্ধীকে ফোন করে বলেছেন, এমজিবি = মর গয়া ভাই’। এরপরেই মহাজোটের মূল শক্তি আরজেডিকে সরাসরি আক্রমণ করেন বাবুল। লেখেন, ‘আমি যথেষ্ট গুরুত্বের সঙ্গেই কথাটি বলছি। আর ইচ্ছা করেই এই ঠাট্টা করেছি’।
লালুপ্রসাদ যাদবকেও এ দিন নাম না করে আক্রমণ করেন তিনি। সরাসরি বিহার ভোটের গতিপ্রকৃতির কথা মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, ‘কী করে জেলে থাকা আর জামিনে থাকা মানুষেরা মনে করলেন, বিহারের মানুষ তাঁদের বিশ্বাস করবেন? বিহারের মানুষ দেখেছেন জঙ্গল রাজ। তাঁদের এই রাজত্বে বাস করতে হয়েছে’। মানে এককথায় লালুপ্রসাদ যাদবের আমলে যে জঙ্গল রাজ চলছিল, সে কথাই মনে করিয়ে দিলেন বাবুল।
Tejaswi calls Rahul Gandhi & says:
— Babul Supriyo (@SuPriyoBabul) November 10, 2020
MGB = Mar Gaye Bhai !!
and I am saying it very seriously, yes all puns are V much intended• How dare people on Jail & Bail think that Bihar will forget all that?After all it was them on the ground who went they the torture of the ‘Jungla Raj’?
এ দিকে বিজেপির মুখপাত্র সুজিত রাণা জানিয়েছেন,‘‘আমাদের সঙ্গে নিঃশব্দ ভোটাররা রয়েছে।’’ সামাজিক নিরাপত্তা নিয়েও এ দিন তিনি নীতীশ আমলের কথা মনে করিয়ে দেন। বলেন,‘‘সাধারণত মহিলারা বাড়ির বাইরে বেরিয়ে এমন বিপুল জনসমর্থন জানান না, নীতীশ আমলে অনেকাংশে নিরাপত্তা বেড়েছে মহিলাদের। সেই কারণেই আমরা আশা করছি, বিহারে বিজেপির আসন বাড়বে।’’
আরও পড়ুন : উপনির্বাচনে ভাল ফল বিজেপি-র, ঝাড়খণ্ডে কঠিন লড়াইয়ে মুখ্যমন্ত্রীর ভাই
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy