Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Babul Supriyo

‘মর গয়া ভাই’, বিহার দেখে মহাজোটকে কটাক্ষ বাবুলের

লালুপ্রসাদ যাদবকেও এ দিন নাম না করে আক্রমণ করেন তিনি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদসংস্থা
নয়া দিল্লি শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১৬:৫৫
Share: Save:

মহাজোটকে কটাক্ষ করে নতুন নাম দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এ দিন বিহার ভোটের ফল আসতে শুরু করার পরেই তিনি একটি ট্যুইট করেন। সেখানে তিনি মহাজোটের আদ্যক্ষর এমজিবি-র নতুন অর্থ করে লিখলেন, ‘মর গয়া ভাই’। তার আগে অবশ্য ভূমিকা লিখেছেন তিনি। তাঁর ট্যুইট, ‘তেজস্বী রাহুল গান্ধীকে ফোন করে বলেছেন, এমজিবি = মর গয়া ভাই’। এরপরেই মহাজোটের মূল শক্তি আরজেডিকে সরাসরি আক্রমণ করেন বাবুল। লেখেন, ‘আমি যথেষ্ট গুরুত্বের সঙ্গেই কথাটি বলছি। আর ইচ্ছা করেই এই ঠাট্টা করেছি’।

লালুপ্রসাদ যাদবকেও এ দিন নাম না করে আক্রমণ করেন তিনি। সরাসরি বিহার ভোটের গতিপ্রকৃতির কথা মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, ‘কী করে জেলে থাকা আর জামিনে থাকা মানুষেরা মনে করলেন, বিহারের মানুষ তাঁদের বিশ্বাস করবেন? বিহারের মানুষ দেখেছেন জঙ্গল রাজ। তাঁদের এই রাজত্বে বাস করতে হয়েছে’। মানে এককথায় লালুপ্রসাদ যাদবের আমলে যে জঙ্গল রাজ চলছিল, সে কথাই মনে করিয়ে দিলেন বাবুল।

এ দিকে বিজেপির মুখপাত্র সুজিত রাণা জানিয়েছেন,‘‘আমাদের সঙ্গে নিঃশব্দ ভোটাররা রয়েছে।’’ সামাজিক নিরাপত্তা নিয়েও এ দিন তিনি নীতীশ আমলের কথা মনে করিয়ে দেন। বলেন,‘‘সাধারণত মহিলারা বাড়ির বাইরে বেরিয়ে এমন বিপুল জনসমর্থন জানান না, নীতীশ আমলে অনেকাংশে নিরাপত্তা বেড়েছে মহিলাদের। সেই কারণেই আমরা আশা করছি, বিহারে বিজেপির আসন বাড়বে।’’

আরও পড়ুন : উপনির্বাচনে ভাল ফল বিজেপি-র, ঝাড়খণ্ডে কঠিন লড়াইয়ে মুখ্যমন্ত্রীর ভাই

অন্য বিষয়গুলি:

Babul Supriyo BJP Bihar Election 2020 Bihar Assembly Elections
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy