উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল হাহাকারে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায় চন্দনোৎসবের অনুষ্ঠান চলাকালীন দুর্ঘটনায় প্রাণ গেল আট ভক্তের। মঙ্গলবার গভীর রাতে বিশাখাপত্তনমের প্রসিদ্ধ এক মন্দিরের ভিতরের দেওয়াল আচমকা ভেঙে পড়ে। চাপা পড়ে যান বহু ভক্ত। তাতেই মৃত্যু হয় আট জনের। আহত আরও বেশ কয়েক জন।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বিশাখাপত্তনম জেলার একটি মন্দিরে দুর্ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার রাতে চন্দনোৎসব উপলক্ষে সেখানে বহু ভক্তের সমাগম হয়েছিল। গভীর রাত পর্যন্তও ছিল ভক্তদের ভিড়। সে সময় আচমকা মন্দিরের প্রায় ২০ ফুট উঁচু একটি দেওয়াল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান ভক্তেরা অনেকেই। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আট জন প্রাণ হারান। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁদের। নিহতদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং তিন জন মহিলা রয়েছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও তিন জন।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুড়ি অনিতাও ঘটনাস্থলে যান। সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘‘এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, সরকার দ্রুত উদ্ধারকাজ শেষ করার চেষ্টা করেছে।’’ বুধবার সকালেও চলছে উদ্ধারকাজ। আরও কেউ এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করেছেন তিনি। শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাত ২টো ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। তবে কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে সিংহচলম পাহাড়ে হঠাৎ মুষলধারে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া শুরু হয়। প্রাথমিক ভাবে অনুমান, সম্ভবত সেই কারণেই ভেঙে পড়েছে নবনির্মিত দেওয়ালটি। যে সব ভক্ত ৩০০ টাকার টিকিট কেটেছিলেন, তাঁরা সে সময় ওই দেওয়ালের পাশে লাইন করে দাঁড়িয়েছিলেন। তখনই আচমকা দেওয়ালটি ভেঙে পড়ে।