ফাইল চিত্র।
সেনাবাহিনী ও বিমানবাহিনী দেশের বিভিন্ন এলাকায় অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করেছে। ‘অক্সিজেন এক্সপ্রেস’ তৈরি করা হয়েছে। নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হয়েছে। দেশে মেডিক্যাল অক্সিজেন ১০ গুণ বেশি উৎপাদন হচ্ছে। কৃষকরা ফসল ফলিয়ে খাবারের জোগান বজায় রেখেছেন। তাঁরা রেকর্ড উৎপাদন করেছেন। সবাইকে ধন্যবাদ জানাই।
ডাক্তার, নার্সদের আমরা দেখেছি, কী ভাবে নিজেদের চিন্তা ছেড়ে মানুষের জন্য কাজ করেছেন। এই সময় আরও বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষদের আমরা এগিয়ে আসতে দেখেছি।
করোনার এই কঠিন পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করছে। আমি সব রাজ্যকে ধন্যবাদ জানাই। এই সময়ে যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই।
দেশের এই কঠিন পরিস্থিতিতে অনেকে এগিয়ে এসেছেন। তাঁরা যতটা সম্ভব অন্যদের সাহায্য করেছেন। তার ফলে অনেক মৃত্যু আটকাতে পেরেছি আমরা।
করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়ছে দেশ। তার মধ্যে ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। করোনা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশবাসীর লড়াইকে সেলাম জানাই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy