দাবানলের আগুন ক্রমশ ছড়াচ্ছে।
নাগাল্যান্ডের জুকো রেঞ্জ থেকে দাবানল ক্রমে ছড়িয়ে পড়ছে মণিপুরে। পরিস্থিতি সামাল দিতে মণিপুর সরকার ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী(এনডিআরএফ) এবং সেনার সহযোগিতা চেয়ে পাঠিয়েছে।
গত মঙ্গলবার মণিপুরের সীমান্ত লাগোয়া নাগাল্যান্ডের জুকো রেঞ্জে বনে আগুন লেগে যায়। সেই আগুন ধীরে ধীরে এগোতে এগোতে বৃহস্পতিবার মণিপুরের সেনাপতি জেলায় ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার হেলিকপ্টারে করে সেনাপতি জেলার পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। তার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাহায্য চেয়ে পাঠান। শুক্রবার জুকোউ উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখার পর সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন শাহ। এ দিন টুইট করে বীরেন সিংহ বলেন, ‘অমিত শাহজি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন’।
Taking serious view of the wildfire at Dzuko valley, having a personal arial survey of the situation, sending more personnel to the spot and seeking help from concerned authorities to stop the spread of the fire and save the deep forest portion of the valley. @PMOIndia pic.twitter.com/WK9IVunX87
— N.Biren Singh (@NBirenSingh) December 31, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy