পুরনো বিবাদের জেরে প্রতিবেশী যুবককে গাড়িচাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। অভিযুক্তের নাম সতীশ কুমার কেএম। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের ম্যাঙ্গালুরুতে।
প্রতিবেশী মুরলী প্রসাদের সঙ্গে ২০২৩ সালে বিবাদ হয় সতীশের। সেই সময় মুরলীর বাবাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল সতীশের বিরুদ্ধে। সেই ঘটনা থেকেই দুই পরিবারের মধ্যে বিবাদের সূত্রপাত। সতীশের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছিল।
বৃহস্পতিবার সকালে কাজে বেরিয়ে ছিলেন মুরলী। সেই সময় ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন সতীশ। অভিযোগ, মুরলীকে দেখেই গাড়ির গতি বাড়িয়ে দেন। তার পর আচমকাই মুরলীকে পিছন থেকে ধাক্কা মারেন। দ্রুতগতিতে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক মহিলাকেও ধাক্কা মারেন সতীশ। সেই ধাক্কায় মহিলা রাস্তার পাশে একটি পাঁচিলে গিয়ে আছড়ে পড়ে গুরুতর আহত হন।
তার পরেও গাড়ি না থমিয়ে মুরলীকে ধাক্কা মেরে তাঁর গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন সতীশ। বেশ কিছুটা পথ মুরলীকে গাড়ির সঙ্গে হিঁচড়ে নিয়ে যান। তার পর চম্পট দেন। এই ঘটনায় আহত হয়েছেন মুরলীও। তাঁর অভিযোগের ভিত্তিতে সতীশকে গ্রেফতার করেছে পুলিশ।