Advertisement
০৮ জানুয়ারি ২০২৫
Sukhbir Singh Badal

মঙ্গলবারও স্বর্ণমন্দির চত্বরে ঘোরাঘুরি করেছিলেন ধৃত, সিসিটিভি ফুটেজে মিলল তথ্য

মঙ্গলবারও ওই চত্বরে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন ধৃত। পরনে ছিল ঘিয়ে রঙের সোয়েটার। এর পরেই মন্দিরের নিরাপত্তায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অকালি দলের প্রবীণ নেতা তথা পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বিক্রম সিংহ মাজিথিয়া।

সুখবীর সিংহ বাদলকে লক্ষ্য করে গুলি চলার সেই মূহূর্ত।

সুখবীর সিংহ বাদলকে লক্ষ্য করে গুলি চলার সেই মূহূর্ত। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৪:০৪
Share: Save:

বুধবার সকালে অমৃতসর স্বর্ণমন্দিরের বাইরে শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। কেন সুখবীরের উপর হামলা চালানো হল, জানতে তদন্ত শুরু হয়েছে। সেই আবহেই এ বার এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গেল, শুধু বুধবার নয়, মঙ্গলবারও দীর্ঘ ক্ষণ স্বর্ণমন্দিরের সামনে ঘোরাঘুরি করেছিলেন ধৃত।

বুধবারই জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম নারায়ণ সিংহ চৌরা। পঞ্জাবের গুরুদাসপুর জেলার বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে খবর, নারায়ণ একজন প্রাক্তন খলিস্তানি জঙ্গি। এর আগেও একাধিক মামলায় নাম জড়িয়েছে তাঁর। নারায়ণের নামে জেল ভেঙে পালানোর ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। তবে কেন হঠাৎ সুখবীরের উপর হামলা চালালেন তিনি, তা নিয়ে এখনও ধোঁয়াশায় তদন্তকারীরা।

অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিংহ ভুল্লর বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবারের ঘটনায় সাদা পোশাকে থাকা পুলিশকর্মীদের তৎপরতায় বেঁচে যান সুখবীর। পরে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, মঙ্গলবারও ওই চত্বরে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন ওই বৃদ্ধ। পরনে ছিল ঘিয়ে রঙের সোয়েটার। এর পরেই মন্দিরের নিরাপত্তায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অকালি দলের প্রবীণ নেতা তথা পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বিক্রম সিংহ মাজিথিয়া। বিক্রমের প্রশ্ন, পুলিশ যদি এতই সজাগ ছিল, তা হলে মঙ্গলবারই কেন ওই সন্দেহভাজনকে আটক করা হল না? তবে ওই ঘটনার পরেই স্বর্ণমন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন হয়েছেন প্রায় ১৭৫ পুলিশকর্মী।

বুধবার সকালে অমৃতসর স্বর্ণমন্দিরের প্রবেশপথের ঠিক সামনেই অকালি দলের প্রধানকে লক্ষ্য করে গুলি চালান এক প্রৌঢ়। তবে লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। অল্পের জন্য বেঁচে যান সুখবীর।মূহূর্তে শোরগোল পড়ে যায় এলাকায়। উপস্থিত মানুষজন ছুটে গিয়ে হামলাকারীকে ধরে ফেলেন। হামলাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর পিস্তলটিও। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও এই ঘটনার নিন্দা করেছেন। ঘটনায় অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

২০১৫ সালে উপমুখ্যমন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রামরহিমকে ‘অন্যায় ভাবে’ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে সম্প্রতি সুখবীরকে দোষী সাব্যস্ত করে ‘সাজা’ শুনিয়েছিল অকাল তখ্‌ত। শিখ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ প্রতিষ্ঠানের সেই আদেশ শিরোধার্য করে মঙ্গলবারের পর বুধবার সকালেও ‘সাজা’ খাটতে ভাঙা পায়ে হুইলচেয়ারে চেপে অমৃতসর স্বর্ণমন্দিরে পৌঁছে গিয়েছিলেন সুখবীর।

অন্য বিষয়গুলি:

Sukhbir Singh Badal Amritsar Golden Temple attack Shiromani Akali Dal Akali Dal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy