Advertisement
০২ নভেম্বর ২০২৪
Fligh

মাঝ আকাশে আপৎকালীন দরজা খোলার চেষ্টা, বিমান নামতেই আটক অভিযুক্ত যাত্রী

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত যাত্রী মত্ত ছিলেন না। তাঁর মানসিক সমস্যা রয়েছে। সে কারণে আপৎকালীন দরজার লক খোলার চেষ্টা করেছিলেন।

image of plane

ছবি: প্রতিনিধিত্বমূলক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
বেঙ্গালুরু শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ২১:৩৮
Share: Save:

মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খুলে ফেলার চেষ্টা! বেঙ্গালুরু বিমানবন্দরে বিমানটি অবতরণের পর ওই যাত্রীকে আটক করা হয়েছে। প্যারিস থেকে বেঙ্গালুরুগামী এয়ার ফ্রান্সের বিমানে গত ১৫ জুলাই ওই কাণ্ড হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম ভেঙ্কট মোহিত আচারি। বিমান সংস্থার করা অভিযোগ থেকে জানা গিয়েছে, ভেঙ্কট বিমানের আপৎকালীন দরজার লক খোলার চেষ্টা করছিলেন। ঘটনাটি দেখে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেন ওই বিমানের কর্মীরা। সেই রিপোর্টের ভিত্তিতে বেঙ্গালুরু বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত যাত্রী মত্ত ছিলেন না। তাঁর মানসিক সমস্যা রয়েছে। সে কারণে আপৎকালীন দরজার লক খোলার চেষ্টা করেছিলেন। বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস-এ চিকিৎসার জন্য যাচ্ছিলেন তিনি। ওই বিমানে যাত্রীরা সুরক্ষিত রয়েছেন।

অন্য বিষয়গুলি:

Fligh Emergency Door open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE