স্ত্রীর সামনেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ২৩ বছরের যুবক। অভিযোগ, স্ত্রীর সঙ্গে বাড়িতে ঝগড়া হয়েছিল। তার পরেই দিল্লি-মুম্বই লাইনে একটি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এই চরম পদক্ষেপ করেন দিলরাজ মিনা নামে ওই যুবক। তিনি রাজস্থানের সওয়াই মাধোপুরের বাসিন্দা।
বোরখেরা থানার আধিকারিক দেবেশ ভরদ্বাজ জানিয়েছেন, দিলরাজের স্ত্রী তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু যুবক কানে তোলেননি। পুলিশের কাছে এমনটাই জানিয়েছেন মৃতের আত্মীয়েরা। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে যে, আত্মহত্যার আগে হোয়াটসঅ্যাপ স্টেটাসে একটি বার্তা দিয়েছিলেন দিলরাজ। সেখানে এ ধরনের পদক্ষেপ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর ওই তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল দিলরাজের। পরস্পরকে ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা। কোটায় বালাজি কি বাগিচি এলাকায় থাকছিলেন দু’জন। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। পুলিশ জানিয়েছে, রবিবার ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। আত্মহত্যা করবেন জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান দিলরাজ। পিছু নেন স্ত্রীও। রেল লাইনে সামনে দিলরাজ উপস্থিত হলে তাঁর স্ত্রী বার বার বাধা দেন। তিনি কানে তোলেননি। স্ত্রীর সামনেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। পুলিশ যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।