এক যুবককে মারধর করে মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠল তাঁর প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে। তরুণীকে সাহায্য করেছেন তাঁর তিন সঙ্গী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে উত্তরপ্রদেশের হামিরপুরের বাসিন্দা শৈলেন্দ্র গুপ্ত নামে ওই যুবককে। তাঁর অভিযোগ, একত্রবাসের সময় তরুণীকে যে গয়না এবং টাকা দিয়েছিলেন, সম্পর্ক ভেঙে যাওয়ার পরে সেগুলি ফেরত চাইতেই আক্রান্ত হন।
শৈলেন্দ্র পেশায় মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভ। মাহোবার একটি সংস্থায় কাজ করেন। চার বছর আগে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়েছিল তাঁরা। তরুণী কালিপাহাড়ি এলাকার বাসিন্দা। পরিচয়ের পরে সম্পর্কে জড়িয়েছিলেন দু’জন। এর পরেই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন শৈলেন্দ্র এবং ওই তরুণী। হামিরপুরে একটি বাড়ি ভাড়া নেন তাঁরা।
শৈলেন্দ্রের দাবি, একত্রবাসের সময় তরুণীকে লাখ লাখ টাকার গয়না এবং প্রায় চার লক্ষ টাকা নগদ দিয়েছিলেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জেনেছে, ক্রমে তরুণীর সঙ্গে দূরত্ব বৃদ্ধি পেতে থাকে শৈলেন্দ্রের। ওই তরুণী অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েন বলে দাবি করেছেন তরুণ। তিনি পুলিশকে জানিয়েছেন, সম্প্রতি ভাড়া বাড়িতে নিজের জিনিস আনতে গিয়েছিলেন। তখনই তরুণীকে দেওয়া উপহার এবং টাকা ফেরত চান তিনি। এর পরেই তাঁকে তরুণী এবং তাঁর সঙ্গীরা মারধর করেন বলে অভিযোগ। তাঁকে জোর করে বিষও খাওয়ানো হয় বলেও অভিযোগ। এর পরেই জেলা হাসপাতালে ভর্তি করানো হয় শৈলেন্দ্রকে। তবে ওই তরুণী এবং তাঁর তিন সঙ্গী ফেরার। তাঁদের খোঁজ করছে পুলিশ।