স্ত্রীর সঙ্গে ঝামেলার সময়ে আচমকাই রেগে যান ৬০ বছরের স্বামী। সেই রাগের বশে স্ত্রীর গলায় এক কোপ বসান। তার পরে সেই কাটা মুন্ডু সাইকেলে চাপিয়ে তিনি চলে যান থানায়। সেখানেই আত্মসমর্পণ করেন বিতিশ হাজোং নামে ওই ব্যক্তি। অসমের চিরাং জেলার ঘটনা। বিতিশকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিতিশ চিরাং জেলার বল্লমগুড়িতে দিনমজুরের কাজ করেন। স্থানীয়েরা জানিয়েছেন, কাজ থেকে ফেরার পরে রোজ স্বামী-স্ত্রীর ঝামেলা হত। শনিবার কাজ থেকে ফেরার পরেও একই ভাবে স্ত্রী বজন্তির সঙ্গে ঝগড়া হচ্ছিল বিতিশের। পুলিশের কাছে জেরায় বিতিশ স্বীকার করেছেন যে, ঝগড়ার সময়ে স্ত্রীর গলায় ধারালো অস্ত্রের কোপ মারেন তিনি। এর পরে সেই কাটা মুন্ডু সাইকেলের সামনে মাল রাখার খাঁচায় বসিয়ে বলমগুরি ফাঁড়িতে যান বিতিশ। সেখানে গিয়ে আত্মসমর্পণ করেন। ফাঁড়িতে বসানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সাইকেলের কেরিয়ারে রক্ত লেগে রয়েছে।
চিরাং পুলিশের অতিরিক্ত সুপার রশ্মিরেখ শর্মা জানিয়েছেন, বিতিশকে হেফাজতে নেওয়া হয়েছে। বজন্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।