কাকিমার বোনের প্রেমে পড়েছিলেন যুবক। দু’জনে সম্পর্কেও জড়িয়েছিলেন। তাতে বাধা দিয়েছিলেন কাকা। অভিযোগ, সে কারণে তাঁকে খুন করেছেন ২৮ বছরের ভাইপো। আকাশ প্রজাপতি নামে ওই যুবক এবং তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহেন্দ্র প্রজাপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ভাইপোর সঙ্গে প্রয়াগরাজ শহর ছেড়েছিলেন। রাতেও বাড়ি ফেরেননি। তাতে উদ্বিগ্ন হন তাঁর পরিবারের লোকজন। তাঁরা ক্রমাগত ফোন করতে থাকেন মহেন্দ্রকে। কিন্তু তাঁর ফোন বন্ধ ছিল। শুক্রবার সকালে কৌশাম্বি জেলায় একটি গাছের নীচে মহেন্দ্রের দেহ মেলে। থানায় অভিযোগ করে তাঁর পরিবার।
আরও পড়ুন:
পুলিশ তদন্তে নেমে মহেন্দ্রের মোবাইলের টাওয়ারের অবস্থানে নজরদারি শুরু করে। দেখা যায়, ফোনটি রয়েছে আকাশের কাছে। এর পরেই তাঁকে আটক করে পুলিশ। জেরায় তিনি কাকাকে খুনের কথা স্বীকার করেন। কাকিমার বোনের সঙ্গে সম্পর্কের কথাও জানান পুলিশকে। পুলিশ জানিয়েছে, আকাশ জেরায় দাবি করেছেন, মহেন্দ্রকে মদ খাইয়ে পাথর দিয়ে তাঁর মাথা থেঁতলে দিয়েছেন। তাঁকে সাহায্য করেছেন তাঁর তুতো ভাই রোহিত এবং বন্ধু বিজয়। ওই দু’জনকেও গ্রেফতার করা হয়েছে। তিন জনেরই জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাঁদের থেকে রক্ত লাগা জামাকাপড় উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।