মন্দিরে প্রার্থনার মাঝেই মৃত্যু হল ভক্তের। ছবি: টুইটার।
মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। প্রার্থনার মাঝেই মৃত্যু হল ভক্তের। অনেক ডাকাডাকির পরেও সাড়া মেলেনি তাঁর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মধ্যপ্রদেশের কাটনির ঘটনা।
মৃতের নাম রাজেশ মেহানি। গত বৃহস্পতিবার কাটনির সাই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সাইয়ের বিগ্রহের চারপাশে প্রদক্ষিণ করে সামনে এসে এসে দাঁড়ান। তার পর বিগ্রহের সামনে মাথা নত করে বসে পড়েন। এর পর বেশ কয়েক সেকেন্ড কেটে গেলেও মাথা তোলেননি তিনি। ১৫ মিনিট দেখার পর মন্দিরের পুরোহিতকে খবর দেন অন্য ভক্তরা। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মন্দির কর্তৃপক্ষের ধারণা ‘সাইলেন্ট’ হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তাঁর। তাঁদের থেকেই জানা গিয়েছে, একটি ওষুধের দোকান ছিল রাজেশের। প্রতি বৃহস্পতিবার ওই মন্দিরে আসতেন তিনি।
গত শুক্রবার মধ্যপ্রদেশের জবলপুরে বাস চালানোর সময়ই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এক চালকের। চলন্ত বাসটি রাস্তায় বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। প্রাণ হারান এক জন। আহত হন বেশ কয়েক জন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সাইলেল্ট হার্ট অ্যাটাক আসলে সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন (এসএমআই)। এ ক্ষেত্রে হার্ট অ্যাটাকের উপসর্গ যেমন বুকে ব্যথা, চাপ, শ্বাসের কষ্ট, ঝিমুনি প্রকট হয় না। সে কারণেই একে ‘সাইলেন্ট’ বলে।
In a shocking incident,a man allegedly died due to a heart attack while praying at a temple in Katni,CCTV showed the man, Rajesh Mehani, a Sai devotee,bows down to pray but couldn't raise his head, which the officials suspect was due to a 'silent' heart attack he suffered. pic.twitter.com/RhqkdUcWKU
— Siraj Noorani (@sirajnoorani) December 4, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy