তাক করা বন্দুক। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করে লেখা, ‘‘তোকে বলেছিলাম আমার প্রেমিকার থেকে দূরে থাক, শুনলি না তো?’’ বন্ধুর স্ত্রীর জন্য বন্ধুকে গুলি করে খুন করার অভিযোগ উঠল কেরলের কান্নুরে। অভিযুক্তের নাম সন্তোষ। বৃহস্পতিবার বন্ধু রাধাকৃষ্ণণকে বুকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
খুনের কয়েক ঘণ্টা আগেই ফেসবুকে পর পর কয়েকটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সন্তোষ। বৃহস্পতিবার বিকেল ৪টে ২৩ মিনিটে বন্দুক তাক করা একটি ছবি দিয়ে সমাজমাধ্যমে লেখেন, ‘‘নিশানা ঠিক আছে কি না সেটাই দেখে নিচ্ছি। নিশ্চিত আমি পারব।’’ তার কিছু ক্ষণ পরই একটি নির্মীয়মাণ বহুতল থেকে রাধাকৃষ্ণণের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন:
সন্ধ্যা ৭টা ২৭ মিনিট। আবার একটি লেখা সমাজমাধ্যমে পোস্ট করেন সন্তোষ। এ বার লেখা, ‘‘আমার জীবন চলে গেলেও ক্ষতি নেই। কিন্তু আমার প্রেমিকার কিছু হলে…তোকে ক্ষমা করব না।’’ এ বার হুমকির সুরে লেখেন, ‘‘তোকে বলেছিলাম কিন্তু শুনলি না। বলেছিলাম আমার প্রেমিকার কোনও ক্ষতি না হয়, শুনলি না তো?’’
বন্ধুকে খুনের অভিযোগে সন্তোষকে গ্রেফতার করেছে পুলিশ। সমাজমাধ্যমে যে ধরনের এবং যাঁকে নিয়ে পোস্ট করেন সন্তোষ, পুলিশের ধারণা, রাধাকৃষ্ণণের স্ত্রী সম্পর্কেই ওই কথাগুলি লিখেছিলেন। তাঁদের ব্যক্তিগত কোনও সম্পর্ক ছিল কি না, সেই সম্পর্কের টানাপড়েনের জেরেই কি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।