লোকাল ট্রেনে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। শুধু তাই-ই নয়, স্টেশনে ৫ তরুণীকে শারীরিক নিগ্রহেরও অভিযোগ ওঠে। বছর চল্লিশের সেই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি মুম্বইয়ের। অভিযুক্তের নাম নওয়াজু করিম শেখ।
পানভেলগামী ট্রেনে ছত্রপতি শিবাজি (সিএসটি) স্টেশন এবং মসজিদ স্টেশনের মাঝে এক কলেজ ছাত্রীকে নওয়াজু ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৭টা ২৬ মিনিটে হারবার লাইন ট্রেনের মহিলা কামরায় ওঠেন বছর কুড়ির তরুণী। নওয়াজু তাঁকে অনুসরণ করতে থাকেন। সেই সময় ওই কামরায় একাই ছিলেন তরুণী। তাঁকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন নওয়াজু। ট্রেন তখন মসজিদ স্টেশনে ঢুকছিল। তরুণী বাধা দিতেই চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে লাফ মেরে ট্রেনের অন্য কামরায় চলে যান তিনি।
আরও পড়ুন:
এই ঘটনার পরই তরুণী মসজিদ স্টেশনে জিআরপিতে অভিযোগ দায়ের করেন। ট্রেনে ধর্ষণের চেষ্টার ঘটনাটি প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়। এর পরই রেলপুলিশ, রেল সুরক্ষা বাহিনী এবং মুম্বই পুলিশ অভিযুক্তকে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে। মুম্বই পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, “মসজিদ স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখি আমরা। অভিযুক্তকে চিহ্নিত করি। তার পর বুধবার বিকেলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, নওয়াজু ওই দিনই সিএসটি স্টেশনে ৫ তরুণীকে শারীরিক ভাবে নিগ্রহ করেন বলেও অভিযোগ। স্টেশনের সিসিটিভি ফুটেজেও নওয়াজুর ওই কীর্তি ধরা পড়েছে।
রেলযাত্রী পরিষদের চেয়ারম্যান সুভাষ গুপ্ত বলেন, “এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়। লোকাল ট্রেনে নিরাপত্তার বিষয়টি আবার খতিয়ে দেখার সময় এসেছে। মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য রেল কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ করবেন বলে আশা করছি।”