বিরোধী বৈঠকে মমতা।
রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল নির্ধারণ নিয়ে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিলেন ১৭ টি বিজেপি-বিরোধী দলের প্রতিনিধিরা। টিআরএস, আপ, অকালি দল-সহ পাঁচ দল যোগ দেয়নি বলে জানা গিয়েছে। মোট ২২টি বিরোধী দলকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক হওয়ার কথা। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক হতে পারে।
মমতার ডাকা বিরোধী-বৈঠকে যোগ দিয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিএম। রয়েছেন এনসিপি নেতা শরদ পওয়ার, সপা-র অখিলেশ যাদব, সিপিআই (এমএল) নেতা দীপঙ্কর ভট্টাচার্য, আরএলডি-র জয়ন্ত চৌধুরি, সিপিআই-এর বিনয় বিশ্যম, সিপিএমের ই করিম। এছাড়াও বিরোধী বৈঠকে যোগ দিয়েছেন শিব সেনার প্রিয়ঙ্কা চতুর্বেদী, আরএসপি নেতা এনকে প্রেমচন্দ্রন, আরজেডি-র মনোজ ঝা, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা।
Delhi | Opposition leaders' meeting called by TMC leader & West Bengal CM Mamata Banerjee ahead of Presidential poll, set to get underway at Constitution Club of India pic.twitter.com/WXQY3NbFWs
— ANI (@ANI) June 15, 2022
কংগ্রেস থাকায় বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। অকালি দল, আম আদমি পার্টিও বৈঠকে যোগ দিচ্ছে না। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে এক মঞ্চ ভাগ করতে নিজেদের ‘অনিচ্ছা’র কথা জানিয়েছে টিআরএস। অন্য দিকে, আপের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী কে হচ্ছেন, তা দেখার পরই এ নিয়ে বিচার-বিবেচনা করা হবে।’ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের রণকৌশল নির্ধারণে বুধবার বৈঠক ডেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy