• কলকাতা তথা বাংলা ছিল নেতাজির কর্মভূমি: মোদী
• পরাক্রম এবং প্রেরণার প্রতীক নেতাজি: মোদী
• নেতাজির নামেই আবেগপ্রবণ হয়ে পড়েন মানুষ: মোদী
• স্বাধীন ভারতের স্বপ্নকে নতুন দিশা দেখান নেতাজি। বলেছিলেন, স্বাধীনতা চাইব না, ছিনিয়ে নেব: মোদী
• ১২৫ বছর আগে আজকের দিনেই সেই বীরের জন্ম হয়েছিল: মোদী
• নেতাজির চরণে মাথা নত করছি: মোদী
• রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের মাটি এই পুণ্যভূমি ভারতকে দেশপ্রেম শিখিয়েছে: মোদী
• আমন্ত্রণ জানিয়ে অপমান জানানো উচিত নয়। এটা কোনও রাজনৈতিক দলে অনুষ্ঠান নয়, সরকারি অনুষ্ঠান: মমতা
• মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিতে ওঠার আগে ভিড় থেকে ‘জয় শ্রী রাম’ স্লোগান।
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় নরেন্দ্র মোদী। শনিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে পা রাখেন তিনি। সেখান থেকে সটান নেতাজিভবনে যান তিনি। তার পর ন্যাশনাল লাইব্রেরিতে নেতাজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তার পর ভিক্টোরিয়াল মেমোরিয়ালে পৌঁছন প্রধানমন্ত্রী। নেতাজিকে নিয়ে চেখানে বিশেষ চিত্র প্রদর্শনী রয়েছে। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এবং বিজেপি, দুই শিবির থেকেই নেতাজিকে নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে একসঙ্গে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে এসে পৌঁছন মমতা। সেখানে রাজ্যপাল জগদীপ ধনখড়ও উপস্থিত রয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy