কংগ্রেস গত লোকসভা নির্বাচনে ২০-৩০টি বেশি আসন পেলে কেন্দ্রে বিকল্প সরকার তৈরি হতে পারত বলে দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে মনে করছেন। আজ দক্ষিণ, উত্তর-পূর্ব ভারতের ১৬টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৩৮টি জেলার সভাপতিদের সঙ্গে বৈঠকে খড়্গে বলেছেন, ‘‘কংগ্রেস লোকসভা নির্বাচনে প্রায় ১০০টি আসন পেয়েছিল। যদি আরও পরিশ্রম করতাম, তা হলে আরও ২০-৩০টি বেশি আসন আসত। সেই বাড়তি আসন পেলে দেশে বিকল্প সরকার তৈরি হতে পারত।’’
বিজেপি বিরোধী বিকল্প সরকার তৈরি করতে হলে কংগ্রেসের নিজেকে অন্তত দেড়শো আসনে জিততে হবে বুঝেই রাহুল গান্ধী এখন জেলা স্তরে সংগঠন মজবুত করায় মন দিয়েছেন। আজ থেকে তিন দিন ধরে জেলা সভাপতিদের বৈঠক ডাকা হয়েছে। পশ্চিমবঙ্গের জেলা সভাপতিরা ৩ এপ্রিল ডাক পেয়েছেন। আজ রাহুল বলেন, জেলা কমিটিগুলির হাতে বেশি করে আর্থিক ক্ষমতা দিতে হবে। জেলা কমিটিই হল সংগঠনের ভিত। তাঁর কথায়, ‘‘দু’তিনটি শিল্প সংস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কাজ করছে। কংগ্রেস ব্রিটিশদের সঙ্গে লড়েছে। বিজেপি-আরএসএস কিছুই নয়।’’
আগামী বছরে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ুতে ভোট। তৃণমূল এখন ভোটার তালিকা ও সচিত্র পরিচয়পত্র নিয়ে সরব। খড়্গে বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন মেনে নিয়েছে অভিন্ন পরিচয়পত্র আদতে অভিন্ন নয়। এখন তা শোধরানো হচ্ছে।’’ অন্য রাজ্যেও ভোটার তালিকায় নজর রাখতে হবে বলে খড়্গে নেতাদের নির্দেশ দিয়েছেন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)