রাস্তায় দুধ ঢেলে দিচ্ছেন দুধ-চাষিরা। ছবি: টুইটার থেকে নেওয়া।
লিটার লিটার দুধ রাস্তায় ঢেলে নষ্ট করে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এমন কয়েকটি ছবি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কয়েক জন দুধের গাড়ি থেকে ক্যান নামিয়ে রাস্তায় ঢেলে দিচ্ছেন। এই ছবি মহারাষ্ট্রের, সেখানে দুধের দাম বৃদ্ধির দাবিতে এই প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে।
দীর্ঘ দিনই দুধের দাম বৃদ্ধি করার দাবি করছেন দুধ-চাষিরা। তার উপর করোনাভাইরাসের অতিমারির জেরে আরও সমস্যা পড়েছেন তাঁরা। ফলে বেশ কিছু দিন ধরেই দুধের দাম বৃদ্ধির দাবিতে নতুন করে প্রতিবাদ করছিলেন স্বভিমানি শেটকারি সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, চাষিদের কাছ থেকে ন্যূনতম ২৫ টাকা প্রতি লিটারে দুধ কিনতে হবে।
বিক্ষোভকারিদের এক সদস্য রাজু শেট্টি জানিয়েছেন, তাঁদের দাবি প্রতি লিটারে বর্ধিত এই পাঁচ টাকা দুধ-চাষিদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দিতে হবে। তাঁদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা।
আরও পড়ুন: শাহরুখের বাড়ি 'মন্নত' ঢেকে গেল প্লাস্টিকের চাদরে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি
আরও পড়ুন: হাঙরের মুখ থেকে শিশুকে বাঁচালেন অফ ডিউটি পুলিশ অফিসার
মঙ্গলবার মহারাষ্ট্রের পশ্চিম অংশে সাঙ্গলি ও কোলহাপুর জেলায় বিক্ষোভ দেখানো হয়। ক্যান ও ট্যাঙ্কারের নল খুলে রাস্তায় দুধ ফেলে নষ্ট করা হয় পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে। দুধের জোগান আটকাতে তা রাস্তায় এ ভাবে ঢেলে দেওয়া হয়। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দেখুন ভিডিয়ো:
#WATCH Workers of Swabhimani Shetkari Sangathna spill milk on the streets of Kolhapur as a mark of protest. The organisation is demanding Rs 25 per litre as the minimum rate of cow milk, among others. #Maharashtra pic.twitter.com/BDMJSLfRtg
— ANI (@ANI) July 21, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy