Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Raj Thackeray

Raj Thackeray: মসজিদের সামনে হনুমান চালিশা শোনাব, মহারাষ্ট্র সরকারকে হুঁশিয়ারি রাজ ঠাকরের

মুম্বইয়ের মাদ্রাসাগুলোতে অভিযান চালানোর জন্য প্রধানমন্ত্রীকে আবেদন রাজ ঠাকরের। তাঁর দাবি, ওখানে পাকিস্তান সমর্থকেরা থাকেন।

বিজেপি-র প্রশস্তি করেন রাজ ঠাকরে।

বিজেপি-র প্রশস্তি করেন রাজ ঠাকরে। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ১১:২৬
Share: Save:

মহারাষ্ট্র সরকারকে হুঁশিয়ারি দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। তাঁর দাবি, মসজিদের সামনে থেকে লাউডস্পিকার খুলে নেওয়ার নির্দেশ না দেওয়া হলে তাঁর দলের কর্মীরা সেখানে হনুমান চালিশা শোনাবেন। শনিবার সন্ধ্যায় শিবাজী পার্কে একটি সভা থেকে ঠাকরের মন্তব্য, ‘‘মসজিদের সামনে লাউডস্পিকার লাগানোর কী প্রয়োজন? ওই ধর্ম যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন কি লাউডস্পিকার ছিল?’’ পরে তাঁর সংযুক্তি, ‘‘সরকার যদি পদক্ষেপ না করে আমার দলের কর্মীরা ব্যবস্থা নেবে। মসজিদের সামনে হনুমান চালিশা শোনানো হবে।’’

যদিও রাজের দাবি, তিনি কোনও ধর্মের বিরোধিতা করছেন না। কারও প্রার্থনা নিয়েও তাঁর কোনও বক্তব্য নেই। তিনি নিজের ধর্ম নিয়ে গর্বিত। অন্য ধর্মাবলম্বীকেও সম্মান করেন। এর পর আবার মুম্বইয়ের মাদ্রাসাগুলিতে অভিযান চালানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করতে শোনা গিয়েছে এমএনএস প্রধানকে। তাঁর কথায়, ‘‘ওখানে পাকিস্তান সমর্থকেরা থাকেন। মুম্বই পুলিশ বেশ ভাল করেই জানে ওখানে কী কী হয়। আমাদের জনপ্রতিনিধিরা তাদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে। কিন্তু তাদের কাছে আধার কার্ডও নেই। সেটাও হয়তো বিধায়ক পাইয়ে দিচ্ছেন।’’

উত্তরপ্রদেশের যোগী সরকারের ভূয়সী প্রশংসা করেন রাজ। তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশ যে ভাবে এগোচ্ছে, তা দেখে আমি খুশি। ওই একই উন্নয়ন আমরা মহারাষ্ট্রেও দেখতে চাই। আমি অযোধ্যাও যাব। সেখানে হিন্দুত্ব নিয়ে কথা বলব।’’

অন্য বিষয়গুলি:

Raj Thackeray maharashtra Hanuman Chalisa mosque
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy