Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Uddhav Thackeray

তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত চেয়ে উদ্ধবকে চিঠি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠায় সেটাকে হাতিয়ার করে উদ্ধব সরকারের বিরুদ্ধে আক্রমণের তেজ আরও ধারাল করেছে বিজেপি।

উদ্ধব ঠাকরের সঙ্গে অনিল দেশমুখ। ফাইল চিত্র।

উদ্ধব ঠাকরের সঙ্গে অনিল দেশমুখ। ফাইল চিত্র।

  সংবাদ সংস্থা 
মুম্বই শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ০৮:২৯
Share: Save:

তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করা হোক। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে এমনটাই দাবি করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি টুইটারে শেয়ার করে তিনি লেখেন, ‘মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংহ আমার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তুলেছেন তার তদন্ত করতে বলেছি মুখ্যমন্ত্রীকে। আমিও চাই সত্যিটা প্রকাশ পাক।’

এর পরই দেশমুখ বলেন, “যদি মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে তদন্ত করেন, আমি স্বাগত জানাব।” গত শনিবার দেশমুখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে উদ্ধব ঠাকরেকে চিঠি দিয়েছিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার। চিঠিতে তিনি অভিযোগ করেন যে, সাসপেন্ড হওয়া পুলিশ আধিকারিক সচিন বাজেকে প্রতি মাসে ১০০ কোটি টাকা সংগ্রহ করার নির্দেশ দিয়েছিলেন দেশমুখ। শুধু তাই নয়, পরমবীরের অভিযোগ দুর্নীতিতেও প্রশ্রয় দিতেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মুকেশ অম্বানীর বাড়ির সামনে বিস্ফোরক সমেত গাড়ি রাখার ঘটনা নিয়ে যখন পুলিশ আধিকারিক বাজেকে নিয়ে গোটা দেশ তোলপাড় হচ্ছে, সে সময় পরমবীরের এমন বিস্ফোরক অভিযোগ সামনে আসায় পরিস্থিতি আরও ঘোরালো হয়। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে পড়ে উদ্ধব ঠাকরে সরকার।

মুকেশ অম্বানীর নিরাপত্তা সংক্রান্ত ঘটনার বিষয়টি নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়ছিল রাজ্যে। বিরোধী আসনে বসা বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে বিষয়টি নিয়ে ক্রমশ চাপ বাড়াতে থাকে। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠায় সেটাকে হাতিয়ার করে উদ্ধব সরকারের বিরুদ্ধে আক্রমণের তেজ আরও ধারালো করেছে বিজেপি। বুধবারই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসের নেতৃত্বে বিজেপি-র একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেন। প্রশাসন এবং দুর্নীতি নিয়ে উদ্ধব সরকারের রিপোর্টের দাবি জানান রাজ্যপালের কাছে। রাজ্যের জোট সরকারকে আক্রমণ করে ফডণবীস বলেন, “এই সরকার ক্ষমতায় থাকার সমস্ত যোগ্যতা হারিয়েছে। আমরা রাজ্যপালের কাছে দাবি জানিয়েছি, মহারাষ্ট্র সরকার যেন প্রশাসন এবং কোভিড সংক্রান্ত রিপোর্ট দেয়। পাশাপাশি, দুর্নীতি সংক্রান্ত বিষয়টি দেখার জন্য রাজ্যপালকে আর্জি জানিয়েছি।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE