ভিড় সামাল দিতে কুম্ভমেলার সময়সীমা আরও বৃদ্ধি করার আর্জি জানালেন অখিলেশ সিংহ যাদব। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলা আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন শেষ হওয়ার কথা। উত্তরপ্রদেশ সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ৫০ কোটিরও বেশি মানুষ পুণ্যস্নান করেছেন।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি এবং ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনে-বাসে বিপুল সংখ্যক মানুষ প্রাণের ঝুঁকি নিয়েই কুম্ভমেলায় পুণ্যস্নান করতে যাচ্ছেন। মাঝে ভিড়ের চাপে কিছু সময়ের জন্য প্রয়াগরাজ সঙ্গম রেলস্টেশনকে বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে আরও বেশি সংখ্যক মানুষ যাতে পুণ্যস্নানের সুযোগ পান, সেই কারণে উত্তরপ্রদেশ সরকারকে আরও কয়েক দিন মেলা চালানোর আর্জি জানিয়েছেন অখিলেশ। শনিবার তিনি বলেন, “এখনও বহু মানুষ মহাকুম্ভে যেতে চাইছেন। কিন্তু পারছেন না। এই পরিস্থিতিতে সরকারের উচিত মহাকুম্ভের সময়সীমা আরও বৃদ্ধি করা।” অতীতে কুম্ভমেলা ৭৫ দিন ধরে চললেও এ বার তার সময়সীমা কমানো হয়েছে বলে জানান উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ।