Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Crime

কুকুরছানাকে আছাড়, লাথি, মধ্যপ্রদেশে যুবকের কীর্তি ভাইরাল হতেই শাস্তির দাবি জোরালো

বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও ভিডিয়োটি দেখার পর এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৫
Share: Save:

মধ্যপ্রদেশের গুনায় এক কুকুরছানাকে আছাড় মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু আছাড় মারাই নয়, জোরে জোরে লাথিও মেরেছেন বলে অভিযোগ। যুবকের সেই কীর্তি এখন সমাজমাধ্যমে ভাইরাল। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই পশুপ্রেমী থেকে সাধারণ মানুষ ওই যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে সরব হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গুনা জেলার সুভাষ কলোনির। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বাড়ির সামনে বসে রয়েছেন এক যুবক। তাঁরই সামনে রাস্তায় খেলছিল দু’টি কুকুরছানা। খেলতে খেলতে সেই কুকুরছানা দু’টি ওই যুবকের কাছে চলে আসে। তখন তার মধ্যে একটি কুকুরছানাকে তুলে নিয়ে আছাড় মেরে রাস্তায় ফেলে দিলেন। সেখানেই থামেননি ওই যুবক। তার পর উঠে এসে ওই কুকুরছানাকে জোরে জোরে লাথি মারতে থাকেন।

কুকুরছানার চিৎকার শুনে এক ব্যক্তি বেরিয়ে আসেন। তাঁকে দেখে যুবক চম্পট দেন। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। যে বা়ড়ির সামনে ঘটনাটি ঘটেছে, সেই বাড়ির মালিক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভিডিয়োটি ভাইরাল হতেই তদন্তে নামে পুলিশ। পশুপ্রেমীরাও যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন।

বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও ভিডিয়োটি দেখার পর এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অন্য বিষয়গুলি:

Crime puppy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE