—প্রতীকী চিত্র।
ভরদুপুরে কেঁপে উঠল রাজধানী দিল্লি। সেখানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.১। এখনও পর্যন্ত হতাহত এবং ক্ষয়ক্ষতির খবর নেই।
রবিবার দুপুর ১২টা বেজে ২ মিনিটে পঞ্জাবি বাগ এলাকায় প্রথম কম্পন অনুভূত হয়। কম্পনের উৎস ছিল ভূগর্ভের ৭ কিলোমিটার গভীরে।
দেশের অন্দরে যে পাঁচটি ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে, দিল্লি তার মধ্যে অন্যতম। মধ্য এশিয়া এবং হিমালয় বরাবর ভূমিকম্প হলেও দিল্লিতে তা অনুভূত হয়। তবে কম্পনের কেন্দ্রস্থল রাজধানীর অন্দরেই, এমন ঘটনা বিরল।
Earthquake of Magnitude:2.1, Occurred on 20-06-2021, 12:02:01 IST, Lat: 28.67 & Long: 77.14, Depth: 7 Km ,Location: 8km NW of New Delhi, India for more information download the BhooKamp App https://t.co/le6tp5lDs9 pic.twitter.com/2K4mPg4Kq0
— National Center for Seismology (@NCS_Earthquake) June 20, 2021
শনিবার সন্ধ্যায় প্রথম আফগানিস্তানের কাবুলে ৪.৮ তীব্রতায় ভূমিকম্প হয়। তার পর একে একে উত্তর এবং উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়। শনিবার ভোররাতে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ৩.১ তীব্রতায় কম্পন অনুভূত হয়। রাত ১টা বেজে ২২ মিনিট নাগাদ মণিপুরের শিরুইয়ে ৩.৬ তীব্রতায় ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে। রাত ১টা বেজে ২ মিনিটে ৩.১ তীব্রতায় কম্পন অনুভূত হয় অরুণাচলপ্রদেশের পাঙ্গিনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy