Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
MNS

Raj Thackeray: মসজিদে লাউডস্পিকার থামাতে লড়াই চলবে, নাছোড় রাজ ঠাকরে, আটক আড়াইশো অনুগামী

মূল ঘটনা

১৬:৩৬ সর্বশেষ
রাজের হুঁশিয়ারির পর মহারাষ্ট্র জুড়ে কড়া নিরাপত্তা
১৬:৩৩
এটি কোনও ধর্মীয় বিষয় নয়, এটি একটি সামাজিক বিষয়: রাজ
১৬:২৭
৪৫-৫৫ ডেসিবেল আওয়াজ ঠিক আছে: রাজ
১৬:২৭
এই বিষয়টি শুধু সকালে প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয়: রাজ
১৬:২২
এই শব্দদূষণ মহারাষ্ট্রে বন্ধ হওয়া উচিত: রাজ
১৬:০০
মসজিদগুলি নির্দেশিকা না মানলে দ্বিগুণ শব্দে হনুমান চালিসা বাজানো হবে: রাজ
১৫:৫৮
বহু জায়গায় আমার দলের কর্মীদের আটক করা হয়েছে: রাজ
১৫:৫৭
আটক ২৫০ এমএনএস কর্মী
১৫:৫৭
রাজ ঠাকরের হুঁশিয়ারির পর মুম্বইয়ের বহু মসজিদে লাউডস্পিকার বন্ধ রাখা হয়
১৫:৫৩
১৩৫ মসজিদের বিরুদ্ধে পদক্ষেপ: মহারাষ্ট্র স্বরাষ্ট্র দফতর
এমএনএস প্রধান রাজ ঠাকরে। ফাইল চিত্র।

এমএনএস প্রধান রাজ ঠাকরে। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৬:৪৬
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৬:৩৬ key status

রাজের হুঁশিয়ারির পর মহারাষ্ট্র জুড়ে কড়া নিরাপত্তা

গত ১ মে ঔরাঙ্গাবাদের এক জনসভা থেকে রাজ হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ৪ মে-র মধ্যে মসজিদগুলিতে লাউডস্পিকার বন্ধ না করলে সেগুলির সামনে গিয়ে হনুমান চালিশা লাউডস্পিকারে বাজানো হবে। জনগণকে তার জন্য প্রস্তুতিও নেওয়ার পরামর্শ দেন। মঙ্গলবারও একই সুর শোনা যায় রাজের গলায়। বার বার তাঁর এই হুঁশিয়ারিতে পরিস্থিতি খারাপ হতে পারে এমন আশঙ্কা করেই মহারাষ্ট্র জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, রাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

timer শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৬:৩৩ key status

এটি কোনও ধর্মীয় বিষয় নয়, এটি একটি সামাজিক বিষয়: রাজ

রাজ জানিয়েছেন, বিষয়টি শুধু মসজিদের নয়। অনেক মন্দির আছে যেখানে অবৈধ ভাবে লাউডস্পিকার বাজানো হচ্ছে। তাঁর কথায়, “আমি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছি যে, অবৈধ লাউডস্পিকারের ব্যবহার কোনও ধর্মীয় বিষয় নয়, এটি একটি সামাজিক বিষয়।”

Advertisement
timer শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৬:২৭ key status

৪৫-৫৫ ডেসিবেল আওয়াজ ঠিক আছে: রাজ

রাজের হুঁশিয়ারি, “মসজিদে যদি লাউডস্পিকার জোরে বাজানো হয়, আমরাও প্রস্তুত তার জবাব দিতে। ৪৫-৫৫ ডেসিবেল আওয়াজ ঠিক আছে। কিন্তু এর জন্য লাউডস্পিকারের দরকার কিসের? অবৈধ লাউডস্পিকার অবিলম্বে সরাতে হবে।”

timer শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৬:২৭ key status

এই বিষয়টি শুধু সকালে প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয়: রাজ

রাজ আরও বলেন, “অনেক অবৈধ মসজিদ আছে। কেন তাদের অনুমতি দেওয়া হচ্ছে? এই বিষয়টি শুধু সকালে প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয়।”

timer শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৬:২২ key status

এই শব্দদূষণ মহারাষ্ট্রে বন্ধ হওয়া উচিত: রাজ

বিষয়টি সামাজিক। এর সঙ্গে সাম্প্রদায়িক অস্থিরতার কোনও সম্পর্ক নেই বলে দাবি রাজের। তাঁর কথায়, “সাম্প্রদায়িক অস্থিরতার পরিবেশ তৈরি করার কোনও ইচ্ছা নেই। এই শব্দদূষণ মহারাষ্ট্রে বন্ধ হওয়া উচিত। যত দিন না এই শব্দদূষণ বন্ধ হচ্ছে, তত দিন প্রতিবাদ চলবে।”

timer শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৬:০০ key status

মসজিদগুলি নির্দেশিকা না মানলে দ্বিগুণ শব্দে হনুমান চালিসা বাজানো হবে: রাজ

রাজের হুঁশিয়ারি, এটি এক দিনের বিষয় নয়। যদি মসজিদগুলি নির্দেশিকা না মেনে চলে তা হলে দ্বিগুণ শব্দে হনুমান চালিসা বাজানো হবে। তাঁর কথায়, “লাউডস্পিকারের জন্য পড়ুয়া এবং অসুস্থ মানুষদের ভোগান্তি হয়। ধর্ম কি মানুষের থেকে বড়?”

Advertisement
timer শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৫:৫৮ key status

বহু জায়গায় আমার দলের কর্মীদের আটক করা হয়েছে: রাজ

রাজ ঠাকরে সংবাদমাধ্যমে বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং রাজ্যের বাইরে থেকে আমার কাছে বহু ফোন আসছে। বহু জায়গায় আমার দলের কর্মীদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে। যাঁরা আইন মানছেন তাঁদের আটক করা হচ্ছে। আর যাঁরা আইন ভাঙছেন তাঁরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন।”

timer শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৫:৫৭ key status

আটক ২৫০ এমএনএস কর্মী

বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় এমএনএস কর্মী-সমর্থকরা জমায়েত করেন। রাজের বাড়ির সামনেও ভিড় জমিয়েছিলেন বহু কর্মী। গোটা রাজ্য থেকে আড়াইশো কর্মীকে আটক করেছে পুলিশ।

timer শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৫:৫৭ key status

রাজ ঠাকরের হুঁশিয়ারির পর মুম্বইয়ের বহু মসজিদে লাউডস্পিকার বন্ধ রাখা হয়

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরের হুঁশিয়ারির পরই মুম্বইয়ের বহু মসজিদে বুধবার লাউডস্পিকার বন্ধ রাখা হয় প্রার্থনার সময়। এ ছাড়াও মহারাষ্ট্রের পারভানি, ওসমানাবাদ, হিঙ্গোলি, জালনার কিছু অংশে, নান্দেড়, নন্দুরবার, শিরডি এবং শ্রীরামপুরে মসজিদগুলিতে প্রার্থনার সময় লাউডস্পিকার বন্ধ রাখা হয়েছিল। আবার কোনও কোনও মসজিদে খুব নিচু স্বরে লাউডস্পিকার বাজানো হয়।

timer শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৫:৫৩ key status

১৩৫ মসজিদের বিরুদ্ধে পদক্ষেপ: মহারাষ্ট্র স্বরাষ্ট্র দফতর

রাজ্যের স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, মুম্বইয়ে মোট ১ হাজার ১৪০টি মসজিদ আছে। তার মধ্যে ১৩৫টি মসজিদ সকাল ৬টার আগেই লাউডস্পিকার ব্যবহার করেছে। দফতর বলেছে, ‘যে সব মসজিদ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে সেগুলির বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।”

timer শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৫:৫২ key status

সংবেদনশীল জায়গাগুলিতে বাড়তি পুলিশ মোতায়নে

পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সংবেদনশীল জায়গাগুলিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। মুম্বই পুলিশ কমিশনার নিজে শহরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy