কর্তব্যরত পুলিশকে টেনে নিয়ে যাচ্ছে গাড়ি। ছবি- পিটিআই।
লকডাউনের রাস্তায় নজরদারি চালানোর সময় চলন্ত গাড়ি দাঁড় করেছিলেন পুলিশ অফিসার। চেকপোস্টে না থেমে সেই গাড়ি ওই পুলিশ অফিসারকে নিয়েই ছুটতে শুরু করে। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে পঞ্জাবের জালন্ধরে। ঘটনার জেরে গাড়ির চালক ২০ বছরের এক যুবক ও তাঁর বাবাকে (গাড়ির মালিক) গ্রেফতার করেছে পুলিশ।
জালন্ধরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিংহ ভুল্লার জানিয়েছেন, মিল্ক বার চকের কাছে কর্তব্যরত ছিলেন অ্যাসিটেন্ট সাব ইনস্পেক্টর মুলখ রাজ। চেকপোস্টের দিকে ছুটে আসা গাড়িটিকে থামতে বলেন তিনি। কিন্তু থামেনি গাড়িটি। জীবন বাঁচাতে পুলিশ অফিসার লাফিয়ে বনেটে উঠে পড়েন। তাঁকে সে ভাবে নিয়েই ছুটতে শুরু করে গাড়িটি। কিছু দূর এ ভাবে যাওয়ার পর স্থানীয় বাসিন্দা ও অন্যান্য পুলিশ কর্মীরা গাড়িটিকে থামাতে সমর্থ হন।
গাড়িটি চালাচ্ছিলেন ২০ বছরের অনমোল মেহমি। তিনি কলেজ ছাত্র। গাড়িটির মালিক তাঁর বাবা পরমিন্দর কুমার। তাঁরা জালন্ধরের নাকোদার রোডের বাসিন্দা। তাঁদের দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা ও মহামারি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। এই ধরনের অপরাধ রেয়াত করা হবে না বলেও জানিয়েছেন তিনি। দেখুন সেই ঘটনার ভিডিয়ো—
A car driver drags a police officer on car's bonnet in Jalandhar, after the officer tried to stop the vehicle amid lockdown. #lockdownindia pic.twitter.com/OBfcRFdd89
— Micro-ambitious (@pal36) May 2, 2020
আরও পড়ুন: আচমকা হানা দেওয়া বাঘের আক্রমণে আহত পিলভিটের তিন গ্রামবাসী
#WATCH Punjab: A car driver drags a police officer on car's bonnet in Jalandhar, after the officer tried to stop the vehicle today, amid #COVID19 lockdown. pic.twitter.com/IZUuTHapsK
— ANI (@ANI) May 2, 2020
আরও পড়ুন: বাবাকে অসুস্থ সাজিয়ে অ্যাম্বুল্যান্সে করে বিয়ে করতে গেল ছেলে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy