Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Assembly By-election 2023

দেশের বাকি ছয় উপনির্বাচনের ফল: উত্তরপ্রদেশের ঘোসিতে হেরে গেল বিজেপি, কেরলে জয়ী কংগ্রেস

মূল ঘটনা

১৮:৫৭ সর্বশেষ
৩৩ রাউন্ডের শেষে ৪২,৭৫৯ ভোটে জয়ী এসপি প্রার্থী
১৬:৪৩
২৪ রাউন্ড গণনার শেষে উত্তরপ্রদেশের বহু ব্যবধানে এগিয়ে এসপি
১৬:৩২
উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রে জয়ী বিজেপি
১৬:২৮
শুরুতে পিছিয়ে থেকেও ঝাড়খণ্ডের উপভোটে জয়ী হেমন্ত সোরেনের দল
১৫:১৩
উত্তরপ্রদেশের ঘোসি কেন্দ্রে এগিয়ে রইল অখিলেশের দলই
১৫:০৫
ঝাড়খণ্ডের ডুমরিতে এগিয়ে গেলেন জেএমএম প্রার্থী, পিছিয়ে বিজেপি সমর্থিত প্রার্থী
১৪:৫১
কেরলে বিধানসভার উপভোটে বহু ব্যবধানে জয়ী কংগ্রেস, পরাজিত সিপিএম
১৩:১৯
কেরলের পুথুপ্পাল্লি আসনে বহু এগিয়ে কংগ্রেস, দ্বিতীয় স্থানে সিপিএম
১৩:১১
উত্তরাখণ্ডের বাগেশ্বরে এগিয়ে বিজেপি, পিছিয়ে কংগ্রেস
১২:৫৫
উত্তরপ্রদেশের ঘোসিতে প্রায় দশ হাজার ভোটে এগিয়ে এসপি
ছয় রাজ্যের সাত বিধানসভা আসনে উপনির্বাচনের ফলঘোষণা।

ছয় রাজ্যের সাত বিধানসভা আসনে উপনির্বাচনের ফলঘোষণা। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৫
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৭ key status

৩৩ রাউন্ডের শেষে ৪২,৭৫৯ ভোটে জয়ী এসপি প্রার্থী

গণনা শেষে উত্তরপ্রদেশের ঘোসি কেন্দ্রে এসপি প্রার্থী সুধাকর সিংহ ৪২,৭৫৯ ভোটে বিজেপি প্রার্থী দারা সিংহ চৌহানকে পরাস্ত করেছেন। 

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৩ key status

২৪ রাউন্ড গণনার শেষে উত্তরপ্রদেশের বহু ব্যবধানে এগিয়ে এসপি

২৪ রাউন্ড গণনার শেষে ৩০,৬২৬ ভোটে এগিয়ে এসপি প্রার্থী সুধাকর সিংহ। পিছিয়ে বিজেপি প্রার্থী দারা সিংহ চৌহান। মোট ৩৩ রাউন্ড ভোটগণনা হবে।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩২ key status

উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রে জয়ী বিজেপি

উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বসন্ত কুমারকে ২,৪০৫ ভোটে পরাজিত করে জয়ী হলেন বিজেপি প্রার্থী পার্বতী দাস।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৮ key status

শুরুতে পিছিয়ে থেকেও ঝাড়খণ্ডের উপভোটে জয়ী হেমন্ত সোরেনের দল

ঝাড়খণ্ডের ডুমরি বিধানসভার উপনির্বাচনে বিজেপি সমর্থিত আজসু প্রার্থী যশোদা দেবীকে ১৭,১৫৩ ভোটে হারালেন সে রাজ্যের শাসকদল জেএমএম প্রার্থী বেবি দেবী। 

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৩ key status

উত্তরপ্রদেশের ঘোসি কেন্দ্রে এগিয়ে রইল অখিলেশের দলই

ঘোসি কেন্দ্রে প্রায় ২৫ হাজার ভোটে এগিয়ে এসপি। পিছিয়ে বিজেপি।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৫ key status

ঝাড়খণ্ডের ডুমরিতে এগিয়ে গেলেন জেএমএম প্রার্থী, পিছিয়ে বিজেপি সমর্থিত প্রার্থী

ঝাড়খণ্ডের ডুমরি কেন্দ্রে পাঁচ হাজারেরও বেশি ভোটে এগিয়ে গেলেন জেএমএম প্রার্থী। পিছিয়ে বিজেপি সমর্থিত আজসু প্রার্থী।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫১ key status

কেরলে বিধানসভার উপভোটে বহু ব্যবধানে জয়ী কংগ্রেস, পরাজিত সিপিএম

কেরলের পুথুপ্পাল্লি বিধানসভার উপনির্বাচনে ৩৭,৭১৯ ভোটে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী চান্ডি উমেন। পরাজিত সিপিএম প্রার্থী সিপিএমের জ্যাক সি টমাস।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৯ key status

কেরলের পুথুপ্পাল্লি আসনে বহু এগিয়ে কংগ্রেস, দ্বিতীয় স্থানে সিপিএম

কেরলের পুথুপ্পাল্লি আসনে ৪০ হাজার ভোটে এগিয়ে কংগ্রেস। দ্বিতীয় স্থানে সিপিএম।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১১ key status

উত্তরাখণ্ডের বাগেশ্বরে এগিয়ে বিজেপি, পিছিয়ে কংগ্রেস

উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রে এগিয়ে বিজেপি। অনেকটাই পিছিয়ে কংগ্রেস।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৫ key status

উত্তরপ্রদেশের ঘোসিতে প্রায় দশ হাজার ভোটে এগিয়ে এসপি

উত্তরপ্রদেশের ঘোসিতে বিজেপি প্রার্থীর থেকে প্রায় দশ হাজার ভোটে এগিয়ে সমাজবাদী পার্টি (এসপি)।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪০ key status

ত্রিপুরায় দু’টি আসনেই জয়ী বিজেপি, জেতা কেন্দ্রে হার সিপিএমের

ত্রিপুরার ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হল বিজেপি। বক্সনগরে সিপিএম প্রার্থীকে ৩০ হাজার ২৩৭ ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী তফজল হোসেন। চলতি বছরই বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছিল সিপিএম। অন্য দিকে ধনপুর কেন্দ্রে সিপিএম প্রার্থীকে ১৮ হাজার ৮৭১ ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩৭ key status

ঝাড়খণ্ডের ডুমরিতে এগিয়ে এনডিএ প্রার্থী, পিছিয়ে শাসক জেএমএম

ঝাড়খণ্ডের ডুমরিতে এগিয়ে এনডিএ প্রার্থী। এখনও পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ৪,১২৪। হেমন্ত সোরেনের দল জেএমএম-এর প্রার্থী বেবি দেবীর প্রাপ্ত ভোট ২,৮৫৯।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৫ key status

ত্রিপুরার ধনপুরেও এগিয়ে বিজেপি, পিছিয়ে সিপিএম

ধনপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ (৫,৩৪১)। দ্বিতীয় স্থানে সিপিএমের কৌশিক দেবনাথ (১,২৭৬)। উল্লেখ্য, ত্রিপুরার দু’টি আসনেই ভোটগণনা বয়কট করেছে সিপিএম।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৮ key status

কেরলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আসনে এগিয়ে কংগ্রেস

কেরলের পুথুপ্পাল্লি আসনে এগিয়ে কংগ্রেস। দীর্ঘ দিন এই আসনের বিধায়ক ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চান্ডি। তিনি প্রয়াত হওয়ায় এই আসনে উপনির্বাচন হচ্ছে। কংগ্রেস প্রার্থী হয়েছেন উমেনের পুত্র চান্ডি উমেন। প্রাথমিক গণনায় দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএমের জ্যাক সি টমাস।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৪ key status

উত্তরাখণ্ডের বাগেশ্বরে এগিয়ে গেল কংগ্রেস

উত্তরাখণ্ডের বাগেশ্বরে এগিয়ে কংগ্রেস প্রার্থী বসন্ত কুমার। এখনও পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ২,৯৪৫। অন্য দিকে বিজেপি প্রার্থী পার্বতী দাসের প্রাপ্ত ভোট ২,১৯১।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:০৪ key status

উত্তরপ্রদেশের ঘোসি কেন্দ্রে এগিয়ে অখিলেশের দল

উত্তরপ্রদেশের ঘোসি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রাথমিক গণনায় এগিয়ে অখিলেশ সিংহ যাদবের দল সমাজবাদী পার্টি। এখনও পর্যন্ত এসপি প্রার্থী পেয়েছেন ৩৩৮১টি ভোট, বিজেপি প্রার্থী দারা সিংহ চৌহান পেয়েছেন ৩২০৩টি ভোট। এই আসনে অন্য বিরোধী দলগুলি প্রার্থী না দিয়ে এসপিকে সমর্থন করেছে। 

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৬ key status

ত্রিপুরার বক্সনগর কেন্দ্রে এগিয়ে বিজেপি

প্রাথমিক গণনায় ত্রিপুরার বক্সনগর কেন্দ্রে এগিয়ে গেল বিজেপি। অনেকটাই পিছিয়ে দ্বিতীয় স্থানে সিপিএম। এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী তফজল হোসেনের প্রাপ্ত ভোট ৭,৭০৬। সিপিএম প্রার্থী মিজ়ান হোসেনের প্রাপ্ত ভোট ৩৭৫। 

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২০ key status

শুরু হল ভোটগণনা

সকাল ৮টা থেকে শুরু হল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরল এবং ঝাড়খন্ডের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা। 

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০২:০৮ key status

ভোটগণনা বয়কট বামেদের

শাসকদল বিজেপির বিরুদ্ধে কারচুপি এবং নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ত্রিপুরায় ধনপুর এবং বক্সনগর বিধানসভা উপনির্বাচনের গণনা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বামেরা। সে রাজ্যের বামফ্রন্ট নেতৃত্বের এই সিদ্ধান্তের ফলে শুক্রবার দুই বিধানসভা আসনের গণনায় প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী বা তাঁদের এজেন্টদের দেখা যাবে না। 

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০২:০৬ key status

ত্রিপুরা বিধানসভা নির্বাচন

চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা ভোট হয়েছিল। মোট ৬০টি আসনের মধ্যে বিজেপি-আইপিএফটি জোট জেতে ৩৩ আসনে। বাম-কংগ্রেস মিলে পায় ১৪টি আসন। আলাদা লড়ে তিপ্রা মথা ১৩টি আসনে জয়ী হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy