Advertisement
১০ জুন ২০২৪
Leopard

Leopard: বিরল দৃশ্য! ২০ ফুট উঁচু গাছে চড়ে হনুমান শিকার করল চিতাবাঘ

মধ্যপ্রদেশের পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্রে এমনই বিরল দৃশ্য ধরা পড়েছে। বাঘ সংরক্ষণ কেন্দ্র থেকেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।

গাছে উঠে শিকার চিতাবাঘের। ছবি সৌজন্য টুইটার।

গাছে উঠে শিকার চিতাবাঘের। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৬:০৫
Share: Save:

ঠিক যেন বুড়ি ছোঁওয়া খেলা! লিকলিকে একটি গাছের মগডালে চড়ে একটি চিতাবাঘ, তার ঠিক কয়েক হাত দূরেই অন্য একটি গাছের মগডালে হনুমানের বাচ্চা। অনেক ক্ষণ ধরেই শিকার ধরার চেষ্টা করছিল চিতাবাঘটি। কিন্তু এ গাছ ও গাছ লাফিয়ে নিজেকে বাঁচাচ্ছিল বাচ্চা হনুমানটি।

চিতাবাঘও নাছোড়। শিকার তাকে ‘ঘোল’ খাওয়ালেও সহজে দমেনি। শেষমেশ শিকার ধরতে গাছের মগডালে চড়ে বসল চিতাবাঘ। প্রায় ২০ ফুট উঁচু গাছের মগডালে পৌঁছে পাশের গাছের মগডালে বসে থাকা শিকারের দিকে তীক্ষ্ণ নজর রেখেছিল। সুযোগ বুঝে শিকার লক্ষ্য করে পাশের গাছে লম্বা একটা লাফ দিল বাঘটি। শিকারকে নিয়েই ৩০ ফুট উঁচু থেকে আছড়ে পড়ল মাটিতে। না, অত উঁচু থেকে মাটিতে পড়েও কোনও আঘাত লাগেনি চিতাবাঘের। শুধু তাই-ই নয়, শিকারকে কিন্তু হাতছাড়াও করেনি সেটি।

মধ্যপ্রদেশের পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্রে এমনই বিরল দৃশ্য ধরা পড়েছে। বাঘ সংরক্ষণ কেন্দ্র থেকেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leopard monkey Panna Tiger Reserve
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE