Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Oommen Chandy

উল্টে দেখুন, পাল্টে গেছে! কেরলে বাবা উমেন চান্ডির আসনে কংগ্রেসের প্রার্থী হলেন ছেলে চান্ডি উমেন

মঙ্গলবার সন্ধ্যায় এআইসিসির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়, সভাপতি মল্লিকার্জুন খড়্গে পুথুপল্লি আসনে প্রার্থী হিসেবে চান্ডি উমেনের নামে সিলমোহর দিয়েছেন।

Late congress leader Oommen Chandy son will be the candidate of Congress in kerla by election

বাবা উমেন চান্ডির সঙ্গে চান্ডি উমেন (বাঁ দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ২১:৪৮
Share: Save:

বাবার প্রয়াণে শূন্য হওয়া আসনে পুত্রকেই প্রার্থী করল কংগ্রেস। মঙ্গলবার পাঁচ রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে। সেই তালিকায় রয়েছে কেরলের পুথুপল্লি বিধানসভা কেন্দ্র। যেখানকার বিধায়ক ছিলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চান্ডি। গত ১৮ জুলাই তাঁর মৃত্যু হয়। সেই কারণে উপনির্বাচন হচ্ছে কেরলের এই বিধানসভা কেন্দ্রে। মঙ্গলবার সন্ধ্যায় এআইসিসির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক। তিনি জানিয়েছেন, সভাপতি মল্লিকার্জুন খড়্গে পুথুপল্লি আসনে প্রার্থী হিসেবে উমেনের পুত্র চান্ডি উমেনের নামে সিলমোহর দিয়েছেন।

প্রসঙ্গত, পিতার আসনে পুত্রের প্রার্থী হওয়া ভারতীয় রাজনীতিতে কোনও নতুন বিষয় নয়। কিন্তু, এ ক্ষেত্রে পিতার সঙ্গে পুত্রের নামের অদ্ভুত মিল রয়েছে। প্রয়াত পিতার নাম উমেন চান্ডি, আর প্রার্থী পুত্রের নাম চান্ডি উমেন। পিতা-পুত্রের নামের এমন মিল সচরাচর দেখা যায় না। এআইসিসি নেতৃত্ব আশাবাদী প্রাক্তন মুখ্যমন্ত্রীর আসনে জয়ী হবেন সমনামী পুত্র। উমেন চান্ডি ২০০৪-০৬ এবং ২০১১-২০১৬ পর্যন্ত কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন। একটা সময়ে কংগ্রেসের হয়ে কেরল বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেছেন তিনি।

আগামী ৫ সেপ্টেম্বর উপনির্বাচন হবে পুথুপল্লি-সহ দেশের মোট সাতটি বিধানসভা কেন্দ্রে। ১৭ অগস্ট পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ অগস্ট। ৮ সেপ্টেম্বর উপনির্বাচনের ফল ঘোষিত হবে। উপনির্বাচনের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি বিধানসভাও। গত ২৫ জুলাই প্রয়াত হয়েছেন সেখানকার বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। তাঁর শূন্য আসনে ভোট হবে।

অন্য বিষয়গুলি:

Congress Kerala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy