ক্লাসে বসে পড়া শুনছে হনুমান। —ছবি ভিডিয়ো থেকে।
বেঞ্চে বসে ক্লাস করছিল পড়ুয়ারা। ভাবতেও পারেনি এ হেন সহপাঠীকে পাশে পাবে তারা। ক্লাসের মাঝেই বেঞ্চের উপর গিয়ে বসে পড়ে এক হনুমান। তার পর মন দিয়ে শিক্ষকের পড়ানো শুনতে থাকে। ঝাড়খণ্ডের হাজারিবাগের এক স্কুলের এই ভিডিয়ো ভাইরাল।
হাজারিবাগ জেলার দানুয়ার গ্রামের একটি স্কুলে এই কাণ্ড হয়েছে। জানা গিয়েছে, প্রায়ই সেখানে ক্লাসে এসে বসে ওই হনুমান। তাড়ালেও যায় না। ভয় দেখিয়েও লাভ হয় না। যদিও পড়ুয়াদের কোনও ক্ষতি করে না সে। তাই স্কুলের শিক্ষক বা পড়ুয়ারা কেউই এখন হনুমানটিকে নিয়ে মাথা ঘামান না।
झारंखड के हजारीबाग में लंगूर स्कूल में बच्चों के साथ रोजाना क्लास अटेंड कर रहा है।पिछले 7 दिन से लंगूर स्कूल में क्लास के वक्त आता है,क्लास में बेंच पर बैठकर शिक्षकों की बात को सुनता है और चला जाता है।शिक्षक ने सुरक्षा के लिए वन विभाग से लंगूर को पकड़ने की लगाई गुहार#Jharkhand pic.twitter.com/XIzMXFXkvo
— Sohan singh (@sohansingh05) September 14, 2022
In #Jharkhand's #Hazaribagh a #wild langoor attends a government school along with other students. pic.twitter.com/nTInwSfwMv
— Deepak Mahato (@deepakmahato) September 15, 2022
বন দফতরেও খবর দেওয়া হয়েছিল। বন দফতরের আধিকারিক আয়ুব আনসারি জানিয়েছেন, তাঁরা হনুমানটিকে খাবারের লোভ দেখিয়ে ধরার চেষ্টা করেছিলেন। লাভ হয়নি। জঙ্গলে পাঠানোর চেষ্টা করেও সফল হননি। স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, হনুমানটিকে যেন কোনও ভাবেই কিছু খেতে দেওয়া না হয়। তা হলে বার বার ফিরে আসবে। স্কুল এবং গোটা গ্রামে নজর রাখছেন বন কর্মীরা, যাতে হনুমানটি কোনও ক্ষতি না করে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy