Advertisement
০২ নভেম্বর ২০২৪
Lakhimpur Kheri

Lakhimpur Kheri violence: লখিমপুর খেরিতে গুলি চলেছিল মন্ত্রীপুত্র আশিসের বন্দুক থেকেই, জানাল ফরেন্সিক রিপোর্ট

গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে আশিসের গাড়ির তলায় চাপা পড়ে চার কৃষকের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। পরবর্তী হিংসায় আরও চার জনের প্রাণ যায়।

গ্রাফিক।

গ্রাফিক।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ২১:২৭
Share: Save:

লখিমপুর খেরিতে কৃষক-মৃত্যুর ঘটনার দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছিল। আশিসের বন্দুকের ব্যালেস্টিক ফরেন্সিক রিপোর্টে এ কথা জানানো হয়েছে।

ওই রিপোর্ট বলছে, লখিমপুর-কাণ্ডের আর এক অভিযুক্ত অঙ্কিত দাসের বন্দুক থেকেও সে দিন চালানো হয়েছিল গুলি,

আশিস এবং অঙ্কিতের বিরুদ্ধে কৃষকদের গাড়ির চাকায় পিষে খুন করা পাশাপাশি গুলি চালানোরও অভিযোগ রয়েছে। গত ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। তার কয়েক দিন পরেই উদ্ধার করা হয় তাঁর বন্দুক।

গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে আশিসের গাড়ির তলায় চাপা পড়ে বিক্ষোভকারী চার কৃষকের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। পরবর্তী হিংসায় আরও চার জনের প্রাণ যায়। যদিও অজয়ের দাবি, ঘটনার সময় ওই গাড়িতে ছিলেন না আশিস।

অন্য বিষয়গুলি:

Lakhimpur Kheri Ajay Mishra Teni Ashish Mishra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE