রাজ্যসভায় রাজনাথ সিংহ। ছবি: পিটিআই
পূর্ব লাদাখের প্যাংগং লেকে সেনা সরানো নিয়ে চিনের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তির দিকে এগোচ্ছে ভারত। বৃহস্পতিবার সংসদে এ কথা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ভারত সীমান্তের এক ইঞ্চি জমিও কাউকে ছাড়বে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজনাথ।
গত বছরের মে মাস থেকে পূর্ব লাদাখের প্যাংগং লেক এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর এলাকায় ব্যাপক সেনা মোতায়েন করে চিন। ভারতও সেনা, রসদ মজুত করে। তার পর থেকেই বেজিংয়ের সঙ্গে সঙ্ঘাত চরমে। ১৫ জুন গালওয়ানে রক্তক্ষয়ী সেনা সংঘর্ষের পর সেই উত্তেজনা আরও বাড়ে। তবে তার পর থেকে কূটনৈতিক ও সামরিক চ্যানেলে আলোচনার মাধ্যমে উত্তেজনার পারদ কিছুটা নেমেছে। এলএসি থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করেছে চিন। তবে এখনও পুরোপুরি স্থিতাবস্থা ফেরেনি।
এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার রাজ্যসভায় রাজনাথ বলেন, চিনের সঙ্গে ধারাবাহিক আলোচনার ফলে প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ উপকূলে সেনা মোতায়েন নিয়ে একটি চুক্তিতে সম্মত হয়েছে নয়াদিল্লি-বেজিং। ওই চুক্তির পর সংঘবদ্ধ পদ্ধতিতে ধাপে ধাপে সেনা কমিয়ে নেবে দুই দেশ।’’
চিনের আগ্রাসন ও একগুঁয়েমিকে নিশানা করে সংসদে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, ‘‘ভারতের জমি বেআইনি ভাবে চিনকে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের এই নীতির ঘোর বিরোধী ভারত সরকার। চিনও ভারতে এলএসি-তে একটা বড় অংশ নিজেদের বলে দাবি করে। এই অন্যায্য দাবিকে আমরা কখনওই সমর্থন করিনি।’’
লাদাখেও চিন একতরফা ও বেআইনি ভাবে আগ্রাসন চালানোর চেষ্টা করেছে বলে জানান রাজনাথ। তবে তাঁর আশ্বাস, ‘‘দেশের সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমরা সব সময় সক্রিয়।’’ রাজনাথ জানান, এলএসি-তে চুক্তি ভেঙে চিন লাদাখে বিরাট সংখ্যক সেনা মোতায়েনের পর ভারতও নিজেদের স্বার্থ রক্ষায় সেনা মোতায়েন করেছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy