প্রিয়ঙ্কা গাঁধী ও মায়াবতী। -ফাইল ছবি।
বারাণসীর ঘটনা নিয়ে যখন যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব প্রিয়ঙ্কা গাঁধী, তখন কংগ্রেস নেত্রীকে কটাক্ষ করলেন বহুজন সমাজ পার্টি (বসপা) নেত্রী মায়াবতী। কংগ্রেস শাসিত রাজস্থানের কোটায় সরকারি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে।
প্রিয়ঙ্কাকে কটাক্ষ করে বৃহস্পতিবার মায়াবতীর টুইট, ‘‘উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে এত সরব হয়েছেন প্রিয়ঙ্কা। অথচ কংগ্রেস শাসিত রাজস্থানে সরকারি হাসপাতালে ১০০টি শিশুর মৃত্যু হয়েছে। তার পর সেখানকার একটি পরিবারের সঙ্গেও দেখা করতে গেলেন না উনি। এটা খুবই দুঃখজনক।’’
সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জেরে বারাণসীর এক দম্পতিকে জেলে পোরা হয়েছে, তাঁদের ১৪ মাসের শিশুকন্যাকে একলা ফেলে রেখে। এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করেছেন প্রিয়ঙ্কা। বুধবার শিশুটিকে দেখতে যান তিনি।
1. कांग्रेस शासित राजस्थान के कोटा जिले में हाल ही में लगभग 100 मासूम बच्चों की मौत से माओं का गोद उजड़ना अति-दुःखद व दर्दनाक। तो भी वहाँ के सीएम श्री गहलोत स्वयं व उनकी सरकार इसके प्रति अभी भी उदासीन, असंवेदनशील व गैर-जिम्मेदार बने हुए हैं, जो अति-निन्दनीय।
— Mayawati (@Mayawati) January 2, 2020
2. किन्तु उससे भी ज्यादा अति दुःखद है कि कांग्रेस पार्टी के शीर्ष नेतृत्व व खासकर महिला महासचिव की इस मामले में चुप्पी साधे रखना। अच्छा होता कि वह यू.पी. की तरह उन गरीब पीड़ित माओं से भी जाकर मिलती, जिनकी गोद केवल उनकी पार्टी की सरकार की लापरवाही आदि के कारण उजड़ गई हैं।
— Mayawati (@Mayawati) January 2, 2020
মায়াবতীর আরও অভিযোগ, সরকারি হাসাপাতালে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে রাজস্থানের অশোক গহলৌত সরকার দায়িত্বজ্ঞানহীনতা ও অসংবেদনশীলতার পরিচয় দিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy