Advertisement
০৫ নভেম্বর ২০২৪
K K Shailaja

করোনা-যুদ্ধে অগ্রণী, শৈলজাকে ডাক রাষ্ট্রপুঞ্জের

শৈলজার ডাক পাওয়াকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ‘কেরল মডেলে’র আরও একটি স্বীকৃতি বলেই মনে করছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

কে ক শৈলজা। ফাইল চিত্র।

কে ক শৈলজা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ০৩:০৫
Share: Save:

করোনা মোকাবিলায় নজরকাড়া দক্ষতা দেখানোয় জন্য কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজাকে তাদের বিশেষ অনুষ্ঠানে বক্তা হিসেবে আমন্ত্রণ জানাল রাষ্ট্রপুঞ্জ। ভারত থেকে একমাত্র শৈলজাই রাষ্ট্রপুঞ্জের ‘জনসেবা দিবসে’র অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। রাষ্ট্রপুঞ্জের তরফে বলা হয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, নিকাশি বা অন্যান্য পরিষেবা ক্ষেত্রে যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়ার লড়াই চালাচ্ছেন, তাঁদেরই স্বীকৃতি দেওয়া হচ্ছে ‘জনসেবা দিবস’ উপলক্ষে অনুষ্ঠানে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব-সহ আমন্ত্রিত বক্তারা লাইভ ভিডিয়ো অনুষ্ঠানে বক্তৃতা করবেন।

শৈলজার ডাক পাওয়াকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ‘কেরল মডেলে’র আরও একটি স্বীকৃতি বলেই মনে করছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কিছু বিদেশি সংবাদমাধ্যমে সম্প্রতি শৈলজাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে তাঁকে বিদ্রুপ করেছিলেন কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি মুল্লাপল্লি রামচন্দ্রন। রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি বিরোধীদেরও ‘জবাব’ দিল বলে মনে করছে সিপিএম।

আরও পড়ুন: ৭ দিনে করোনা সারানোর দাবি রামদেবের, ওষুধ নিয়ে সবিস্তার জানতে চাইল কেন্দ্র

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE