Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Kenya

ভারতকে সাহায্য পাঠালো কেনিয়াও, ১২টন খাদ্যসামগ্রী এল মুম্বইতে

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। ক্ষুধা সমস্যায় যারা নিজেরাই জর্জরিত। তারাও কোভিড অতিমারি পরিস্থিতিতে পাশে দাঁড়াল ভারতের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১২:২৬
Share: Save:

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। ক্ষুধা সমস্যায় যারা নিজেরাই জর্জরিত। তারাও কোভিড অতিমারি পরিস্থিতিতে পাশে দাঁড়াল ভারতের। নিজেদের দেশে তৈরি ১২ টন খাবার ভারতের জন্য পাঠাল তারা। শুক্রবার এক বিবৃতিতে কেনিয়ার হাই কমিশনার এ কথা জানিয়েছেন।

কেনিয়া এই ১২ টন খাবার পাঠিয়েছে ভারতের রেডক্রস সোসাইটিকে। মহারাষ্ট্রে বিতরণের জন্য তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেনিয়া। মূলত চা, কফি এবং বাদাম পাঠিয়েছে তারা। কেনিয়াতে তৈরি হয়েছে সেগুলি।

এ নিয়ে ভারতে থাকা কেনিয়ার হাই কমিশনার উইলি বেট বলেছেন, ‘‘কোভিড অতিমারি পরিস্থিতিতে ভারতের জন্য সহযোগিতার হাত বাড়াতে চায় কেনিয়া। ভারত সরকার এবং ভারতবাসীর পাশে থাকতেই পাঠানো হয়েছে এই খাবার।’’ এই খাবারগুলি তুলে দিতে দিল্লি থেকে মুম্বই এসেছেন বেট।

অন্য বিষয়গুলি:

Kenya Food Grain COVID Help
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE