Advertisement
২২ নভেম্বর ২০২৪
kashmir

Kashmir: রাজনীতি ছেড়ে আবার আমলার চাকরিতে, কাশ্মীরের শাহ ফয়জল পর্যটন মন্ত্রকের উপসচিব

আমলার চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। রাজনীতি ছেড়ে আবার কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকে কাশ্মীরের শাহ ফয়জল।

দু’দিন আগেই ফয়জলকে নিয়োগের বিজ্ঞপ্তি পাঠিয়েছে কেন্দ্র।

দু’দিন আগেই ফয়জলকে নিয়োগের বিজ্ঞপ্তি পাঠিয়েছে কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৯:২৭
Share: Save:

আমলার চাকরিতে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। দেড় বছরের মাথায় সেই রাজনীতিও ছেড়ে দিয়েছিলেন। অবশেষে আবার আমলার চাকরিতেই ফিরলেন কাশ্মীরের শাহ ফয়জল। তাঁকে পর্যটন মন্ত্রকের উপসচিবের পদে নিয়োগ করেছে কেন্দ্র।

চার মাস আগে, গত এপ্রিলে নিজের ইস্তফা প্রত্যাহারের আবেদন করেছিলেন শাহ ফয়জল। তখনই সেই আবেদন মঞ্জুর করে তাঁকে আমলা পদে বহাল করে কেন্দ্র। শেষ পর্যন্ত দু’ দিন আগে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের উপসচিবের পদে ফয়জলকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ডিপার্টমেন্ট অব পারসোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি)।

২০১০ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে আইএএস হন ফয়জল। তার আগে জম্মু ও কাশ্মীর থেকে ইউপিএসসি পরীক্ষায় কেউ প্রথম হননি। সেই থেকে ফয়জল শিরোনামে। ২০১৯ সালের জানুয়ারিতে রাজনীতিতে যোগ দেন। তৈরি করেন নিজের দল জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস মুভমেন্ট (জেকেপিএম)। চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন। তবে কেন্দ্র সেই ইস্তফা গ্রহণ করেনি।

২০১৯ সালে অগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র। জনসুরক্ষা আইনে কাশ্মীরের বাকি রাজনীতিকদের সঙ্গে আটক হন ফয়জলও। এক বছর পর, ২০২০ সালের অগস্টে ছাড়া পান তিনি। এর পরেই রাজনীতি ছেড়ে দেন।

তার পর থেকেই ফয়জল আমলার চাকরিতে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। গত ২৭ এপ্রিল টুইটারে তিনি লেখেন, ‘‘২০১৯ সালের জানুয়ারি থেকে অগস্ট (নিজের দল গঠনের সময়), এই আট মাস এত বোঝা চেপেছে আমার উপর, যে এক প্রকার শেষ হয়ে গিয়েছিলাম। মিথ্যে কল্পনার পিছনে ছুটে এত দিন যা অর্জন করেছিলাম, সব হারিয়েছি। চাকরি। বন্ধু। খ্যাতি। সুনাম। কিন্তু আশা হারাইনি।’’

অন্য বিষয়গুলি:

kashmir IAS Politics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy