হিজাব পরা ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়, রায় দেয় হাই কোর্ট। ফাইল চিত্র।
হিজাব মামলায় রায়দানের পরই কর্নাটক হাই কোর্টের তিন বিচারপতি হুমকি ফোন পাচ্ছেন। তাই তিন বিচারপতিকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তার সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার। রবিবার এমনই জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হিজাব মামলায় রায়দানকারী তিন বিচারপতিকেই আমরা ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। বিদানসৌধ থানায় দায়ের হওয়া অভিযোগের তদন্তের জন্য ডিজি এবং আইজি-কে নির্দেশ দিয়েছি। কিছু মানুষ ক্রমাগত বিচারপতিদের প্রাণে মারার হুমকি দিচ্ছে।’’
We've decided to give 'Y' category security to all three judges who gave the Hijab verdict. I have instructed DG and IG to probe the complaint filed in Vidhanasoudha PS thoroughly in which some people gave life threats to the judges: Karnataka CM Basavaraj Bommai in Bengaluru pic.twitter.com/cQxFyfcfOL
— ANI (@ANI) March 20, 2022
উল্লেখ্য, কয়েক দিন আগেই কর্নাটক হাই কোর্ট রায় দেয় হিজাব পরা ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়। হাই কোর্টে জয় হয় রাজ্য সরকারের। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান মামলাকারী পড়ুয়ারা। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা নিয়ে কর্নাটক হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানালেও অন্য মামলার কারণে তা শুনতে চায়নি আদালত। খারিজ হয় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy