হাড় কাঁপানো ঠান্ডায় সেনাদের অভিযানে যেতে হয়েছিল সাধারণ উর্দিতে। তাঁদের সামনে দুটো পথ খোলা ছিল। হয়, শত্রু দমনে ভারী অস্ত্র নিতে হবে, নয় তো নিজেদের জন্য ভারী শীতবস্ত্র। এক সঙ্গো দুটো নিলে অতিরিক্ত ভারের জন্য পাহাড়ে উঠে পাক হানাদারদের তাড়ানো কঠিন হত। বহন করার জন্য তাই ওই ঠান্ডাতেও সেনারা বেছে নিয়েছিলেন অস্ত্র-ই।