একশো দিনের কাজে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার অভিযোগ নিয়ে প্রশ্নোত্তর পর্বে সরব হলেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রশ্ন পরিণত হল তাঁর সঙ্গে সরকারপক্ষের উত্তপ্ত বাদানুবাদে। দৃশ্যতই মেজাজ হারিয়ে আঙুল তিনি প্রাক্তন গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহকে বলেন, ‘‘আপনাকে কে কেন্দ্রীয় মন্ত্রী বানাল? আপনি মন্ত্রীর মতো ব্যবহার করছেন না।’’
এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে ট্রেজারি বেঞ্চ। কল্যাণের মন্তব্যে তীব্র আপত্তি জানাতে থাকেন সরকারপক্ষের সাংসদেরা। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন সিংহ মেঘওয়াল উঠে দাঁড়িয়ে স্পিকারকে বলেন, প্রশ্নোত্তর পর্ব, শুধুমাত্র প্রশ্ন তোলার জন্য। কেন কাউকে কেন্দ্রীয় মন্ত্রী করা হল এই ধরনের কথা বলছেন সংসদ। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।
১০০ দিনের কাজ প্রকল্পের (মনরেগা)টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য দ্বৈরথ চলছে গত কয়েক বছর। মঙ্গলবার লোকসভার প্রশ্নোত্তর পর্বে কল্যাণ সেই প্রসঙ্গ তুলে বলেন, কেন্দ্রের তরফে একাধিকবার ২৫ লক্ষ ভুয়ো জব কার্ডের কথা বলা হয়েছে৷ তা হলে তাঁদের পরিচয় প্রকাশ করা হোক। বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক কেন্দ্রের তরফে৷ কিন্তু ২৫ লক্ষ ভুয়ো কার্ডের কথা বলে বাংলার ১০ কোটি মানুষকে বঞ্চিত করা যাবে না। তাঁর বক্তব্যের মধ্যেই ট্রেজারি বেঞ্চ থেকে সরব হন গিরিরাজ। তারপরই বিতণ্ডা তৈরি হয়। পরে কল্যাণ বলেন, “গিরিরাজ কেন এই কথার মধ্যে ঢুকতে গেলেন? তিনি এখন গ্রামোন্নয়ন মন্ত্রীও নন, শিবরাজ সিংহ চৌহানকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে।”
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)