Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Chief Justice of India

শপথের পরেই করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রমনার

২০২২ সালের ২৬ অগস্ট পর্যন্ত প্রধান বিচারপতি পদে থাকবেন নুথলাপতি ভেঙ্কট রমনা।

এন ভি রমনা।

এন ভি রমনা। নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ১৩:০৫
Share: Save:

ভারতের ৪৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি নুথলাপতি ভেঙ্কট রমনা। কোভিডবিধি মেনে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী প্রধান বিচারপতি এস এ বোবদের স্থলাভিষিক্ত হলেন তিনি। সাংবিধানিক প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শপথবাক্য পাঠ করান বিচারপতি রমনাকে।

শপথের পরেও প্রধান বিচারপতি রমনার মুখে কোভিড পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ের কথা শোনা গিয়েছে। তিনি বলেন, ‘‘এই সময়টা করোনা সংক্রমণের ঢেউয়ের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের পরীক্ষার। আইনজীবী, বিচারক এবং আদালতের কর্মীরা ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন। সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য কিছু কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। ঐক্যবদ্ধ ভাবে একাগ্রতার সঙ্গে লড়াই করে আমরা অতিমারিকে হারাতে পারব।’’

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে অবসর গ্রহণ করেছিলেন। শনিবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়। প্রসঙ্গত, মার্চ মাসে প্রধান বিচারপতি এস এ বোবদে তাঁর উত্তরসূরি হিসাবে বিচারপতি এন ভি রমনার নাম প্রস্তাব করেছিলেন। গত ৬ এপ্রিল রাষ্ট্রপতি কোবিন্দ পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি রমনাকে নিয়োগ করেন। ২০২২ সালের ২৬ অগস্ট পর্যন্ত পদে থাকবেন প্রধান বিচারপতি রমনা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE