পারিবারিক জমি সংক্রান্ত বিবাদ। তার জেরেই খুন হলেন এক ব্যক্তি। অভিযোগ, তাঁর কাকার দুই পুত্রই কুপিয়ে খুন করেন। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হতেই এক অভিযুক্ত থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। জানান, তিনিই খুন করেছেন!
শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের খুন্তি জেলার গদমদা গ্রামে। ডিএসপি বরুণ রজক জানিয়েছেন, জমি সংক্রান্ত বিবাদের কারণে দুই ব্যক্তি নিজের জেঠুর পুত্রের উপর চড়াও হন। তার পর ধারালো কোনও অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন। মৃত ব্যক্তির নাম গাঙ্গু মুন্ডা। অভিযুক্তদের মধ্যে বুধু মুন্ডা নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তিনিই পুলিশকে পুরো ঘটনাটি জানান এবং গ্রেফতার করতে বলেন। অভিযুক্ত পুলিশকে বলেন, ‘‘আমি আমার দাদাকে খুন করেছি। দয়া করে আমাকে গ্রেফতার করুন।’’
অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। তার পর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, তিন ভাইয়ের মধ্যে পারিবারিক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। শুক্রবার সকালে গাঙ্গু গ্রামের পাশের পুকুরে স্নান করতে যান। সেই সময়ই বুধু এবং তাঁর ভাই আচু মুন্ডা ঘটনাস্থলে যান। আচমকাই দাদার উপর চড়াও হয়ে হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে বার বার কোপাতে থাকেন।
আরও পড়ুন:
মৃতের ঘাড় এবং কপালে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাঙ্গুর। এক জন অভিযুক্তকে গ্রেফতার করা হলেও দ্বিতীয় অভিযুক্ত এখনও পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।