Advertisement
০৭ নভেম্বর ২০২৪
Gujarat Temple Jewellery Theft

গুজরাতের মন্দির থেকে উধাও বিগ্রহের ৭৮ লক্ষ টাকার গয়না! সোনার হার চুরি যাওয়ায় হুলস্থুল

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিদুরভাই বাসব। তাঁকে সুরাত থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে ছ’টি সোনার হার উদ্ধার হয়েছে। যার বাজারদর ৭৮ লক্ষ টাকারও বেশি।

এই মন্দির থেকে চুরি গিয়েছে বিগ্রহের সোনার হার। ছবি: সংগৃহীত।

এই মন্দির থেকে চুরি গিয়েছে বিগ্রহের সোনার হার। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৩:২৭
Share: Save:

গুজরাতের এক মন্দিরে কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি যাওয়ার ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, পঞ্চমহল জেলার পাভাগড় পাহাড়ের উপর একটি কালীমন্দির থেকে কয়েক দিনে ৭৮ লক্ষ টাকার সোনার হার চুরি হয়েছে। এই ঘটনায় তল্লাশি চালিয়ে এক সপ্তাহ পর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিদুরভাই বাসব। তাঁকে সুরাত থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে ছ’টি সোনার হার উদ্ধার হয়েছে। যার বাজারদর ৭৮ লক্ষ টাকারও বেশি। গত ২৮ অক্টোবর চুরি হয়ে গিয়েছিল এই গয়নাগুলি।

পুলিশ সুপার হিমাংশু সোলাঙ্কি জানিয়েছেন, স্থানীয় থানার পুলিশই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে। এ ছাড়াও চোর ধরার জন্য স্থানীয় কয়েকটি সূত্রকেও কাজে লাগায় পুলিশ। মন্দির এবং তার আশপাশের ১৫০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি বাইক নিয়ে মন্দিরের সামনে ঘোরাঘুরি করছেন। তার পরই তাঁকে চিহ্নিত করা হয়। পুলিশ জানতে পারে ওই ব্যক্তির বাড়ি সুরাতের উমরপাড়ায়। পঞ্চমহল জেলা থেকে ২০০ কিলোমিটার দূরে বাড়ি থেকে গ্রেফতার করা হয় বিদুরভাইকে। তাঁর কাছ থেকে চুরি যাওয়া সোনার গয়নাগুলি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

অন্য বিষয়গুলি:

Gujarat jewellery theft
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE